মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সঙ্কোচনের চক্রান্ত রুখে দিতে হবে: মাওলানা আব্দুল খালেক

spot_imgspot_img

মাহবুবুল মান্নান


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী বলেছেন, নবপ্রজন্মকে অনৈতিকতার ভয়াল থাবা থেকে রক্ষা করে দেশপ্রেমিক, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলাম ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। সে গুরুত্বকে অবজ্ঞা করে পাঠ্যসূচিতে ইসলাম ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের দুরভিসন্ধি শিশু- কিশোরদের ইসলাম বিচ্যুত করার চক্রান্তের অংশ। এ চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কর্মপরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদীসহ মজলুম ওলামায়েকেরামকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান নেতারা।

সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত। এ সংগঠনের নেতা-কর্মীদেরকে ইখলাস ও বিজ্ঞতাপূর্ণ সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে ইসলামী আদর্শের আলোকে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা উপদেষ্টা মাওলানা নুর মুহাম্মদ, নায়েবে আমীর মাওলানা মুফতী এমদাদুল্লাহ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, দাওয়াহ সম্পাদক মাওলানা এজাজুল করিম শফি, দফতর সম্পাদক মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img