শনিবার, জুন ২১, ২০২৫

উখিয়ায় ঘরে ঢুকে রোহিঙ্গা মাঝিকে হত্যা

spot_imgspot_img

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে শাহাব উদ্দিন (৩৫) নামে এক সাব মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে উখিয়ার কুতুপালং ১২ নম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিড়িয়া) মুহাম্মাদ ফারুক আহমেদ।

শাহাব উদ্দিন ক্যাম্পের ৮/১৪ নং ব্লকের মৌলভী মনির আহাম্মদের ছেলে। তিনি ওই ক্যাম্পে সাব মাঝি এবং স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করতেন।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিড়িয়া) মুহাম্মাদ ফারুক আহমেদ বলেন, দুষ্কৃতিকারীদের একটি দল সাব মাঝির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img