মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

এসএসসি পরীক্ষায় ফেল করায় সিলেটে স্কুলছাত্রীর আত্মহত্যা

spot_imgspot_img

এসএসসি পরীক্ষায় পাস না করায় ফাহিমা বেগম নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ নভেম্বর) ফলাফল প্রকাশের পর বিকেলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অংক ছাড়া সব বিষয়ে ভালো ফলাফল করে ফাহিমা। যে কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ফাঁস দেয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন বলছে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img