শনিবার, জুন ২১, ২০২৫

এসএসসি পরীক্ষায় ফেল করায় সাতক্ষীরায় স্কুলছাত্রীর আত্মহত্যা

spot_imgspot_img

সাতক্ষীরার কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন সুলতানা (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

স্কুলছাত্রীর বাবা সিরাজুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টার দিকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফলে আমার মেয়ে শারমিন অকৃতকার্য হয়। এতে ক্ষোভে-দুঃখে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। বিষয়টি দেখতে পেয়ে বাড়ির লোকজন শারমিনকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাইরিস মেহেরা সেতু বলেন, হাসপাতালে আনার আগেই স্কুলছাত্রী মারা গেছে। তার গলায় ফাঁস দেওয়ার দাগ রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বাবু বলেন, এসএসসি পরীক্ষায় ফেল করায় ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img