বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তান

ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে সন্ত্রাসী বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সবচেয়ে সিনিয়র কূটনীতিককে তলব করেছে পাকিস্তান।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্স সুরেশ কুমারকে তলব করে এ ব্যাপারে তাদের ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজ ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর যে উন্মুক্ত আহ্বান দেশটির হিন্দুত্ববাদীরা জানিয়েছেন সে ব্যাপারে পাকিস্তানের গভীর উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

গত ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ভারতের দিল্লি ও হরিদ্বারে অনুষ্ঠিত হিন্দু সাধুদের সমাবেশে দেশটির সাংবিধানিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে গিয়ে মুসলিমদের গণহত্যা করার মতো সন্ত্রাসী বক্তব্য দেওয়া হয়। হরিদ্বার ধর্ম সংসদের সংগঠকরা এবং যারা সন্ত্রাসী বক্তব্য দিয়েছেন তারা বলেছেন এ কাজ করে তারা কোনো ভুল করেননি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ