চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ভৌগলিক কারণে চুয়াডাঙ্গায় বরাবরই শীতের সময় বেশি শীত এবং গরমের সময় বেশি গরম অনুভূত হয়। মৃদু শৈতপ্রবাহের প্রভাবে চুয়াডাঙ্গায় বেশি শীত অনুভূত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মো. জাহিদুল ইসলাম বলেন, আগামী দুই-একদিন শীতের এ ধারা অব্যাহত থাকবে।









