সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

আফগানিস্তান বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে: হক্কানী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরারাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানী বলেছেন, আফগানিস্তান এখন বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশ্লিষ্ট সব উদ্বেগ ও প্রশ্নের সমাধানে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

কাবুলে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সিরাজউদ্দিন হক্কানি বলেন, আফগানিস্তানের জন্য যেসব বক্তব্য ও অবস্থানে ইতিবাচক উদ্দেশ্য রয়েছে, ইসলামিক এমিরেট সেগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানায়।

তিনি জোর দিয়ে বলেন, আফগান জনগণের কারও প্রতি কোনো বিদ্বেষ নেই এবং অন্য কাউকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্যও তাদের নেই। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ অঙ্গীকার।

দেশের পুনর্গঠনে দেশবাসীকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আফগান স্বররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান পুনর্গঠনে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ