শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

ভারতে গরুর সামনে প্রস্রাব করার ‘অপরাধে’ সাইফুদ্দিনকে বেধড়ক পেটালেন বীরেন্দ্র!

ভারতের মধ্যপ্রদেশের বারলাম জেলায় গরুর সামনে প্রস্রাব করার ‘অপরাধে’ মুসলিম নাগরিক সাইফুদ্দিনকে বেধড়ক পিটিয়েছেন বীরেন্দ্র রাঠোর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হলে নেটদুনিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে। পরে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মানক চক থানার পুলিশ বাধ্য হয়ে বীরেন্দ্র রাঠোরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩(স্বেচ্ছায় আঘাত করা), ২৯৪(অশ্লীল কাজ) এবং ৫০৬(অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক মুসলিমকে বেধড়ক মারধর করা হচ্ছে। লোকটি বারবার হাতজোড় করে ক্ষমা চাইছেন, তবু পাননি পরিত্রাণ। এক নাগাড়ে চড় থাপ্পড় মারা হয় তাকে। সাথে লাথিও। কিন্তু তবুও পথচলতি কেউ মুসলিমকে বাঁচাতে এগিয়ে আসেননি।

ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, রাঠোর সাইফুদ্দিনকে গালিগালাজ করছে। তার টুপি মাটিতে ফেলে দেয় সে। সাইফুদ্দিনকে রাঠোর বলে, এই টুপি মাড়িয়ে যেতে হবে তাকে। নামাজ পড়ার টুপিতে মারতে হবে লাথি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img