সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

আফগান সরকারের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফসহ পাক প্রতিনিধি দল। বৈঠকে দু’দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রতিনিধিদলের সদস্যরা আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুল সালাম হানাফি ও পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকির সাথে সাক্ষাৎ করেছেন।

আফগান সরকারের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি প্রতিনিধিরা আফগান সরকারের অন্যান্য কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন।

আফগান সরকারের সহকারী মুখপাত্র মাওলানা ইনামুল্লাহ সামাঙ্গানি বলেন, পাকিস্তানি প্রতিনিধিদের সাথে আফগান সরকার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছে। যেমন: রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, ট্রানজিট ও বিভিন্ন ইসুতে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img