মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

ঈদের নামাজে ঐক্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বললেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই শুভেচ্ছা বার্তায় তিনি শুধু উৎসবের আনন্দই ভাগ করে নেননি, বরং জাতীয় ঐক্যের আহ্বানও জানিয়েছেন। বিশেষ করে ঈদের জামাতে যেন কেউ বিভেদে না জড়ায়—সেই প্রার্থনা জানানোর কথা বলেছেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। পরিবারের সঙ্গে নির্বিঘ্নে আনন্দের সঙ্গে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা করবেন। সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন—এই কামনা করছি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকি, সে উদ্দেশ্যে আল্লাহর কাছে মোনাজাত করার আহ্বান জানাচ্ছি। সবার জীবন হোক সার্থক ও আনন্দময়। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img