মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

২৩ সদস্যের নতুন সরকার গঠন করলেন বিপ্লবোত্তর সিরিয়ার প্রেসিডেন্ট জুলানী

২৩ সদস্যের নতুন সরকার গঠন করলেন বিপ্লবোত্তর সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শর’আ বা আবু মুহাম্মদ জুলানী।

রবিবার (৩০ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, আজ সিরিয়ার প্রেসিডেন্ট ভবনে নতুন সরকার গঠন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন হয়। এতে ২৩ সদস্যের নতুন সরকারের ঘোষণা দেন প্রেসিডেন্ট আহমদ শর’আ।

বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশটির বিপ্লবোত্তর প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন, তার ঘোষিত সরকার রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করবে। এতে দুর্নীতির অনুপ্রবেশের মোটেও সুযোগ রাখবে না। দেশের স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের সর্বাত্মক চেষ্টা করবে।

২৩ সদস্যের নতুন সরকারে যারা যে পদে নিযুক্ত হয়েছেন:

১. মুরহাফ আবু কাসরা। (প্রতিরক্ষামন্ত্রী)

২. আনাস খাত্তাব। (স্বররাষ্ট্র মন্ত্রী)

৩. আসাদ আশ-শাইবানী। (পররাষ্ট্রমন্ত্রী)

৪. মাজহার আল-ওয়াইস। (বিচারমন্ত্রী)

৫. মারওয়ান আল-হালাবি। (উচ্চশিক্ষামন্ত্রী)

৬. হিন্দ কাবাওয়াত, সরকারের একমাত্র নারী সদস্য। (সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী)

৭. মুহাম্মদ আবুল খায়ের শুকরি। (ধর্ম মন্ত্রী)

৮. হামজা মুস্তাফা। (তথ্যমন্ত্রী)

৯. ইয়া’রিব বদর। (পরিবহন মন্ত্রী)

১০. মুহাম্মদ ইসক্বাফ। (প্রশাসনিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী)

১১. মাজেন আস-সালহানি। (পর্যটন মন্ত্রী)

১২. মুহাম্মদ সামিহ হামাদ। (যুব ও ক্রীড়ামন্ত্রী)

১৩. মুহাম্মদ সালেহ। (সংস্কৃতি মন্ত্রী)

১৪. মুস্তাফা আব্দুল রাজ্জাক। (গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী)

১৫. মুহাম্মদ আব্দুল রহমান তুর্কো। (শিক্ষামন্ত্রী)

১৬. আমজাদ বদর। (কৃষিমন্ত্রী)

১৭. আব্দুল সালাম হাইকাল। (যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী)

১৮. রাঈদ আস-সালেহ। (জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী)

১৯. মুহাম্মদ আ’নজিরানি। (স্থানীয় প্রশাসন মন্ত্রী)

২০. মুসআব নাজ্জাল আল-আলি। (স্বাস্থ্যমন্ত্রী)

২১. নিদালুশ শিআ’র। (অর্থনীতি মন্ত্রী)

২২. মুহাম্মদ ইউসর বার্নিয়াহ। (অর্থমন্ত্রী)

২৩. মুহাম্মদ আল-বশির। (জ্বালানি মন্ত্রী)

নতুন সরকারে স্থান পাওয়া মন্ত্রীরা প্রেসিডেন্ট শর’আ ও উপস্থিত সকলের সামনে মন্ত্রীত্বের শপথ গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img