বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা

spot_imgspot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। এখানে যুদ্ধের হুমকি সবসময় ঘিরে রাখে।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রফেসর ইউনূস বলেন, বিশ্ব পরিস্থিতি এমন যে একেবারে প্রস্তুতি ছাড়াও থাকা যায় না। এই অবস্থায় নিরস্ত্র থাকাটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।

তিনি ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, সংবাদমাধ্যমে যেভাবে যুদ্ধের পরিবেশ তৈরির ইঙ্গিত দেখা যাচ্ছে, তা সত্যিই উদ্বেগজনক।

তিনি বলেন, যুদ্ধ সবসময়ই ব্যয়বহুল। কিন্তু তারপরও প্রস্তুতি থাকা দরকার, বরং সেই প্রস্তুতির মান আরও উন্নত করা উচিত।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img