শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

তালেবানের হামলায় ১৪ আফগানী সেনা নিহত

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | আবিদ ইলাহী


পূর্ব আফগানিস্তানে তালেবানের হামলায় ১৪ জন আফগানী সেনা নিহত হয়েছে। তবে আফগান কর্মকর্তারা বলছেন তারা তালেবানদের সাথে যুদ্ধবিরতি নিয়ে এখনো আলোচনা করে যাচ্ছেন।

পাকিয়ালিয়া প্রদেশে তালেবানরা তাদের করা হামলার দায় স্বীকার করে এবং এই হামলাটিকে একটি প্রতিরক্ষামূলক হামলা বলে অভিহিত করে। তবে এই হামলার ব্যাপারে কোনোধরনের বিস্তারিত আলাপ-আলোচনা তারা করেনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img