শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

শরিয়াহ বাস্তবায়নের জন্য এখন সবচেয়ে অনুকূল সময় : মাওলানা আখুন্দজাদা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা শাইখুল হাদীস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, “আল্লাহ তাআলা আমাদের দুটি মহান জিহাদে বিজয় দান করেছেন। এখন শরিয়াহ বাস্তবায়নের জন্য সবচেয়ে অনুকূল সময়। তাই আত্মকেন্দ্রিকতা, বিভাজন, জাতিগত গর্ব ও পদমর্যাদার মোহ থেকে মুক্ত থেকে আমাদের এগিয়ে যেতে হবে।”

কন্দাহারে পাকতিকা প্রদেশের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একদিনব্যাপী প্রশিক্ষণ ও সংস্কারমূলক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হিবাতুল্লাহ বলেন, “আফগান জাতিকে দেওয়া জিহাদে বিজয়ের মাধ্যমে আল্লাহ আমাদের সামনে শরিয়াহ প্রতিষ্ঠার দরজা খুলে দিয়েছেন। এখন একতা, সমাজ সংস্কার, ইনসাফ প্রতিষ্ঠা এবং সৎকাজে উৎসাহ ও অসৎ কাজে নিষেধের দায়িত্ব পালনে আমরা যেন পিছিয়ে না পড়ি।”

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “নিয়ত বিশুদ্ধ করুন, ওলামায়ে কেরামের দিকনির্দেশনা গ্রহণ করুন, নেতৃত্বের আনুগত্য বজায় রাখুন, এবং দীন প্রতিষ্ঠায় ধৈর্য, নম্রতা ও ভ্রাতৃত্বের মানসিকতা নিয়ে এগিয়ে চলুন। অহংকার নয়, বরং সদাচরণ ও আন্তরিকতা হোক আমাদের বৈশিষ্ট্য।”

তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সম্মানিত করেছেন এবং দুনিয়ায় প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন যেন তারা সমাজে শৃঙ্খলা বজায় রাখে ও ন্যায়ের ভিত্তিতে জীবন পরিচালনা করে।”

বক্তব্যে তিনি বলেন, যুগে যুগে নবী-রাসূলগণ মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেছেন এবং সমাজের ভ্রষ্টতা, রক্তপাত, গোত্রীয় সংঘাত ও অনাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সেই দায়িত্ব আজ ওলামায়ে কেরামের, কারণ তারাই নবীদের প্রকৃত উত্তরসূরি।

অনুষ্ঠানে প্রদেশের গভর্নর, ডেপুটি গভর্নর, ওলামা পরিষদের প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালক, জেলার গভর্নর এবং নিরাপত্তা খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : আল ইমারাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ