গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের আরো দুই জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিল তালেবান। জেলাগুলো হল, লগার প্রদেশের বারাকি বারাক জেলা ও কান্দাহার প্রদেশের খাকরিজ জেলা।
বুধবার (৩০ জুন) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দু’টি জেলা নতুন করে তালেবানের দখলে চলে গেছে।
দেশটির গজনি, কুন্দুজ, বাগলান, তাখার, ফারিয়াব এবং ময়দান বারদাক প্রদেশে বর্তমানে মার্কিনপন্থী আফগান সরকারের সেনাবাহিনীর সঙ্গে তালবানের সংঘর্ষ চলছে।
সূত্র: পার্সটুডে