বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

তুরস্ক সফরে যাচ্ছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের আরেক প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (৩০ জুন) লেবাননের রাজধানী বৈরুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লেবানন সফর শেষে হামাস প্রধান ইসমাইল হানিয়া তুরস্ক সফরে যাবেন।

বৈঠকে গাজা যুদ্ধ এবং সোর্ড অব কুদস অভিযান থেকে যা কিছু অর্জিত হয়েছে তা সঠিক উপায়ে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন উভয় নেতা।

একইসঙ্গে তাঁরা মসজিদুল আকসা ও প্রতিরোধ আন্দোলনকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের মধ্যে ইস্পাত-কঠিন ঐক্য গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ফিলিস্তিনিদেরকে ঐক্যের নীতিতে অটল থেকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

এর আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া গত রোববার উচ্চ ক্ষমতাসম্পন্ন এক প্রতিনিধিদল নিয়ে লেবানন সফরে গেছেন। সেখানে তিনি লেবাননের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক হয়েছে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সঙ্গেও। ইসমাইল হানিয়া লেবানন সফর শেষে তুরস্ক সফর করবেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img