শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে অস্ট্রিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ও নিরীহ-অসহায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অস্ট্রিয়াবাসী।

রাজধানী ভিয়েনাতে অনুষ্ঠিত এ সমাবেশে শত শত মানুষ অংশ নেয় বলে রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়— ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ও বিভিন্ন ব্যানার নিয়ে রাজপথে নেমে আসে শত শত মানুষ। এ সময় ‘এখনই যুদ্ধবিরতি চাই’সহ বিভিন্ন স্লোগানও দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন দেশটির নাগরিকরা। যাদের মধ্যে ইয়াসমিন আকারও উপস্থিত ছিলেন।

চলতি মাসের শুরুতে সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে গাজ্জায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার উদ্দেশে একটি জাহাজে রওনা দেওয়া সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। যদিও ইসরাইলি সেনাবাহিনী ভূমধ্যসাগরের তীরেই তাদের আটক করে এবং নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img