ফেনী জেলা অন্তর্গত প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মীর হুসাইন (রহ.) এর জানাযা (৩০ জুলাই) শুক্রবার দুপুর ১০ টায় ছুপুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে (ছুপুয়া)পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬.১৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি নাঙ্গলকোটের ছুপুয়ায় ফেরার পথে ইন্তেকাল করেন।
দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও হাজারো মুসল্লির উপস্থিতিতে ছুপুয়া মাদরাসার ময়দানে মাওলানা মীর হুসাইন রহ. এর জানাযার নামাজ সম্পন্ন হয়।
দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় দীর্ঘ ৫০ বছর যাবত মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় “সিয়াহ সিত্তাহ” তথা হাদিসের মৌলিক কিতাবগুলো,আবুদাউদ ,নাসাঈ, তিরমিজি ও মুয়াত্তায়ে ইমাম মালেক ও মোহাম্মদ রহ. সহ অনেক গুরুত্বপূর্ণ কিতাবাদীর দরস দিয়েছেন তিনি।
এছাড়াও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা অন্তর্গত ‘ছুফুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসা’র সাবেক মুহতামিম ও তিনি।