শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক সাম্বলীর ইন্তেকালে হেফাজত মহাসচিবের শোক

বিশ্বের অন্যতম প্রধান ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দের মুহাদ্দীস ও নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক সাম্বলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

আজ (৩০ জুলাই) শুক্রবার এক শোক বার্তায় হেফাজত মহাসচিব বলেন, মাওলানা আব্দুল খালেক সাম্বলী দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। দেওবন্দের মত বিশ্ববিখ্যাত মাদরাসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আল্লামা নুরুল ইসলাম বলেন, আমরা দুয়া করি মাওলানা আব্দুল খালেক সাম্বলীর দ্বীনি খিদমতগুলো যেনো মহান আল্লাহ কবুল করে নিয়ে তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমরা মরহুমের পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং শাগরেদদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেনো তাদের সবরে জামিল এখতিয়ারের তৌফিক দেন, আমীন।

দারুল উলুম দেওবন্দের মুহাদ্দীস ও নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক সাম্বলীর আজ (৩০ জুলাই) বিকেল ৪টার সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর।

মাওলানা আব্দুল খালেক সাম্বলী ১৯৮২ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করে আসছিলেন। তিনি ২০০৮ সাল থেকে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img