শনিবার, মে ১০, ২০২৫

ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছেছেন আফগান প্রধানমন্ত্রী

spot_imgspot_img

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহনের অনুষ্ঠানে যোগ দিতে একটি প্রতিনিধি দলের সঙ্গে তেহরান পৌঁছেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির।

আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিরাত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান সফরে ইরানের বেশ কয়েকজন উচ্চ পদস্থ নেতার সঙ্গেও বৈঠক করবেন আফগান প্রধানমন্ত্রী। এসব বৈঠকের আলোচ্য বিষয় হবে উভয় দেশের মধ্যকার পরিবহন ব্যাবস্থা, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন।

এছাড়াও দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার ও ইরানের আফগান শরণার্থীদের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার আনুষ্ঠানিকভাবে তাঁকে এ দায়িত্ব দেন তিনি। আজ মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে পার্লামেন্টে শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img