আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র মাল্টা।
মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এই ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের “ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে” এ ধরনের ঘোষণার কয়েক ঘণ্টা পর মাল্টার প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। এর আগে, ইউরোপের আরেক দেশ ফ্রান্সও ফিলিস্তিন স্বীকৃতি পরিকল্পনার ঘোষণা দিয়েছে।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মাল্টা সরকারের ওপর অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাপ তৈরি হয়েছে। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির মধ্য-ডানপন্থী বিরোধীদলও অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়।
আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন চলতি বছরের মে মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এর আগে, মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বর্বরতা বন্ধ না হলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটেন।
সূত্র: রয়টার্স।









