বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নিউইয়র্কে বিশ্বের ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনের পর যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের কয়েক দশক ধরে চলা সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ওই সম্মেলনের আয়োজন করে ফ্রান্স এবং সৌদি আরব। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা ১৫ দেশের মধ্যে ফ্রান্স, সৌদি আরব, স্পেন, নরওয়ে এবং ফিনল্যান্ডও রয়েছে।

যদিও এই ১৫ দেশের মধ্যে অন্তত ৯টি এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে তারা বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি তাদের ইতিবাচক বিবেচনায় রয়েছে। এসব দেশের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে।

সম্মেলনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, ‌‌‌‘নিউইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও অন্য ১৪টি দেশ একসঙ্গে একটি বার্তা দিয়েছে। সেটি হলো, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনও স্বীকৃতি দেয়নি, তাদেরও এতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সূত্র : এএফপি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img