বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

ভারতের ওপর ২৫% শুল্ক চাপালেন ট্রাম্প, হুমকি দিয়ে করলেন জরমিনাও!

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বার্তায় ভারতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন এবং দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ দেওয়া পোস্টে বলেন, “ইন্ডিয়া আমাদের বন্ধু হলেও, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিসর তুলনামূলক কম। তাদের শুল্কহার অত্যন্ত বেশি, স্বাভাবিকভাবেই তারা বিশ্বের সর্বোচ্চ শুল্কহার তালিকার শুরুর দিকেই রয়েছে।”

ট্রাম্প আরও অভিযোগ করেন, “ভারত এমন সব কঠোর ও বিভ্রান্তিকর অ-আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা (non-monetary trade barriers) আরোপ করে রেখেছে, যেগুলো অন্য কোনো দেশ করে না।”

তিনি ভারত-রাশিয়া-চীন জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ভারত সময়মতো আমাদের সামরিক সরঞ্জামের বিপুল অংশই রাশিয়া থেকে কিনেছে এবং চীনের সঙ্গেও তাল মিলিয়েছে। রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা ইন্ডিয়া; এসব এমন এক সময়ে ঘটছে, যখন পুরো বিশ্ব রাশিয়াকে ইউক্রেনে হত্যা বন্ধ করতে আহ্বান জানাচ্ছে, এগুলো খুবই নেতিবাচক কর্মকাণ্ড!”

এই প্রেক্ষাপটে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, “১ আগস্ট থেকে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে উপরে বর্ণিত করণের ফল হিসেবে অতিরিক্ত একটি জমিমানাও দিতে হবে ইন্ডিয়াকে।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img