ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে ভারতের পণ্যে নতুন এ শুল্কনীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি কেনায় দেশটির ওপর জরিমানা আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি।
বুধবার (৩০ জুলাই) আকস্মিকভাবে নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন বিস্ফোরণ ঘোষণা আসে ট্রাম্পের কাছ থেকে।
তার এ ঘোষণার জবাব দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেটি বিবেচনায় নিয়েছে ভারত সরকার। ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রভাব কী হবে সেটি নিরূপণ করছে সরকার। ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা করছে। আমরা ওই লক্ষ্যে এখনো প্রতিশ্রুতিবদ্ধ আছি।”
ভারতীয় মন্ত্রণালয় আরও বলেছে, “ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যেমনটা নেওয়া হয়েছে অন্যান্য চুক্তির ক্ষেত্রে। যারমধ্যে রয়েছে আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিটি।”
সূত্র : এনডিটিভি









