বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

সরকারি কর্মকর্তাদের সব বেতন পরিশোধ করা হবে: আফগান উপপ্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের সব বেতন পরিশোধ করার ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফী।

তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে সাহায্য করার জন্য সরকার তার কর্মচারীদের বেতন পরিশোধ করবে।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক সভায় তিনি এ ঘোষণা দেন।

আফগান উপপ্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফী বলেন, শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার উন্নয়ন কর্মসূচি পুনরায় চালুর পরিকল্পনা করছে। কিছু উন্নয়ন কর্মসূচি ইতোমধ্যে চালু করা হয়েছে। এছাড়াও সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা কাস্টমসের কার্যক্রম চলবে।

এদিকে আমেরিকা ও যে দেশগুলো আফগানিস্তানের সম্পদ আটকে রেখেছে তা ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি।

মাওলানা হানাফী বলেন, আফগানিস্তানের সম্পদ জব্দের যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, বর্তমান সরকার উজবেকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বড় ধরনের প্রকল্প চালু এবং তহবিল স্থানান্তরে সমস্যা সমাধানের চেষ্টা করছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ