ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় লেবাননের প্রায় ১০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে বলে ধারণা করছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মেকাতি।
সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “লেবাননের ইতিহাসে এটি সর্ববৃহৎ বাস্তচ্যুত হওয়ার ঘটনা।”
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যার ২ দিন পর চালানো রবিবারের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।
লেবাননের পরিবেশবিষয়ক মন্ত্রী নাসের ইয়াসিন বলেন, “গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লেবাননের হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।”
এদিকে, লেবানন থেকে ৫০ হাজারেরও বেশি মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
সূত্র: বিবিসি