ভারতীয় হকি কিংবদন্তি মুহাম্মাদ শহীদের বাড়ি গুড়িয়ে দিয়েছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৮০ এর অলিম্পিকে ভারতকে স্বর্ণপদক জেতানো হকি কিংবদন্তি মুহাম্মাদ শহীদের পৈতৃক বাড়ি গুড়িয়ে দিয়েছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। বারাণসীর কাচারি রোডে অবস্থিত তার ৩ তলা বিশিষ্ট বাড়িটি রাস্তা প্রশস্তকরণের নামে ভেঙে দেয় নগর কর্তৃপক্ষ।
ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী জেতা হকি কিংবদন্তি মুহাম্মাদ শহীদের ঐতিহাসিক অবদান ও পারিবারিক স্মৃতির প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ না দেখিয়েই নগর কর্তৃপক্ষ তার বাড়ি গুড়িয়ে দেয়। অগ্রাহ্য করা হয় বাড়ি না ভাঙার পারিবারিক আবেদন।
তার ভাই ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, কর্তৃপক্ষ তাদের আবেদন উপেক্ষা করে দ্রুতই বুলডোজার নিয়ে হাজির হয় এবং গেট সমেত পুরো বাড়ি ভেঙে দেয়।
তার স্ত্রী হতাশা প্রকাশ করে বলেন, এটি শুধু মুহাম্মাদ শহীদের পারিবারিক স্মৃতি চিহ্ন ছিলো না, বরং ভারতীয় হকির জন্যও ঐতিহাসিক গুরুত্ব বহন করতো।
তার পরিবার আরো জানায়, আর্থিক ক্ষতির বিচারে সরকার তাদের যে ক্ষতিপূরণ দিয়েছে তা যথেষ্ট নয়। কেননা এতে জমির বিষয়টি উপেক্ষা করে শুধুমাত্র বাড়ির নির্মাণ ব্যয়ের বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে।
রাস্তা প্রশস্তকরণ ও ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় বারাণসীর নগর কর্তৃপক্ষ সর্বমোট ৬৯টি বাড়ি ভেঙ্গেছে, যার মধ্যে গত সপ্তাহেই ভাঙ্গা হয়েছে ৩৫টি! ভুক্তভোগীদের মধ্যে অল্পসংখ্যক ব্যক্তি যারা আর্থিক ক্ষতিপূরণ পেয়েছে, সকলেই জানিয়েছেন যে, সরকার শুধু নির্মাণ ব্যয় সমতুল্য ক্ষতিপূরণ আদায় করেছে। জমির বিষয়টি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, মুহাম্মদ শহীদ ভারতের একজন কিংবদন্তি হকি খেলোয়াড় ছিলেন। তার অসাধারণ নৈপুণ্য ও নেতৃত্বে ভারতীয় হকি দল ১৯৮০-র মস্কো অলিম্পিকে ৮ম বারের মতো স্বর্ণপদক জেতে। অসাধারণ অবদান ও কৃতিত্বের জন্য ভারত সরকার তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছিলো। ভারতের সর্বকালের অন্যতম সেরা হকি খেলোয়াড় হিসেবে তিনি ভারতীয়দের হৃদয়ে আজো গেঁথে আছেন।
সূত্র: মুসলিম মিরর