বুধবার | ১ অক্টোবর | ২০২৫

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন গাজ্জার গণমাধ্যম কার্যালয়ের প্রধান

গাজ্জায় সরকারিভাবে পরিচালিত গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজ্জা যুদ্ধ অবসানের পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

তিনি এটিকে “বাস্তবসম্মত, ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ কোনো সমাধান নয়” বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটোর।

আল-থাওয়াবতা বলেন, “মার্কিন প্রস্তাব আসলে একটি নতুন অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা, যা ইসরাইলি দখলদারিত্বকে বৈধতা দেয় এবং ফিলিস্তিনি জনগণের অধিকার ছিনিয়ে নেয়।”

তিনি স্পষ্ট করে বলেন, “যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো ইসরাইলি আগ্রাসন থামানো, অবিচারপূর্ণ অবরোধ তুলে নেওয়া এবং পরিকল্পিত ধ্বংসযজ্ঞ বন্ধ করা।”

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মুক্তি এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, “যে প্রস্তাব, এই অধিকারগুলোকে অগ্রাহ্য করে এবং গাজ্জাকে সার্বভৌমত্বহীন একটি নিরাপত্তা অঞ্চল হিসেবে আন্তর্জাতিক প্রশাসনের অধীনে রাখার চেষ্টা করে, তা সামষ্টিক ফিলিস্তিনি জাতীয় মানসিকতার পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত।”

আল-থাওয়াবতা বলেন, “আমাদের কাছে স্পষ্ট, একদিকে রয়েছে একটি মহান জনগোষ্ঠী, যারা দখলের অধীনে ৭৭ বছর ধরে অসীম ত্যাগ স্বীকার করেছে। আর অন্যদিকে রয়েছে সেই অপরাধী দলগুলো, যারা জোরপূর্বক ফিলিস্তিন দখল করেছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img