সোমবার, মে ১৯, ২০২৫

গির্জায় হামলার নিন্দা ও ফরাসি সরকারের প্রতি সমবেদনা জানাল সৌদি আরব

spot_imgspot_img

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে দেশটির নিস শহরের একটি গির্জায় ছুরিঘাতে তিন জনকে হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের গির্জায় হওয়া ওই হামলাকে ইসলাম বহির্ভূত কাজ বলে দাবি করেছে। তারা বলছে, যারা এই বর্বর কাজ যারা করেছে তারা সব ধর্ম এবং মানব বিশ্বাসের শিক্ষার বিরোধী।

এছাড়াও সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের গির্জায় নিহতদের পরিবার, ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদ্বেষী ফরাসি সরকার এবং জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ওয়ার্ল্ড লীগও ফ্রান্সের এই হামলার নিন্দা করে একে সন্ত্রাসবাদ বলে দাবি করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img