মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়: ফখরুল

নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়।’

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অংকের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ব্যাপক লোকবল নিয়োগ- এই কারণে জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত।’

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশ একপেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img