শুক্রবার, জুন ১৩, ২০২৫

এসএসসিতে এক বিষয় ফেল করায় টাঙ্গাইলে স্কুলছাত্রের আত্মহত্যা

spot_imgspot_img

টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল হওয়ায় মারুফ (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বলমআটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ গোপালপুর উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

নিহতের পরিবার জানিয়েছে, সোমবার এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলে মারুফ ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। এতে হতাশায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। পরে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে তার মা মারুফকে ভাত খাওয়ার জন্য ডাকলে সাড়া-শব্দ না পেয়ে মারুফকে ঘরের ধর্নায় ঝুলতে দেখে। পরে তাকে নামিয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি, সে এসএসসি পরীক্ষায় ইংরেজি এক বিষয়ের ওপর অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মারুফের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img