বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

১৯ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া; দিনাজপুর পৌরসভার সংযোগ বিচ্ছিন্ন

spot_imgspot_img

দিনাজপুর পৌরসভার প্রধান কার্যালয়ে বিদ্যুৎ বিল ১৯ কোটি টাকা বকেয়া থাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো)।

মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চলছে দিনাজপুর পৌরসভার প্রধান কার্যালয়। এতে করে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসীরা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো দিনাজপুর-২ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদৎ হোসেন গণমাধ্যমকে বলেন, গতকাল থেকে পৌরসভার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিল পরিশোধ করতে একাধিকবার নোটিশও দিয়েছে নেসকো দিনাজপুর-১ ও দিনাজপুর-২। এরপরও পৌরসভা কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ করেনি। এজন্য পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

দিনাজপুর পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচিত হওয়ার আগে বিদ্যুৎ বিল বকেয়া ছিল প্রায় পৌনে পাঁচ কোটি টাকা। এর পরে টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকে ঠিকমতো পৌরসভার বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এতে বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়ায় ১৯ কোটি টাকা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img