বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই : দুলু

spot_imgspot_img

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় জনসভার সমন্বয়ক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ। অনেক নেতাকর্মী রাজশাহী চলে এসেছেন। অথচ এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে মাঠ দেওয়া হয়নি। তাহলে তারা কোথায় থাকবেন। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে কিছু পুলিশ সদস্য গায়েবি মামলা, হামলার ত্রাস ছড়াচ্ছে। আমরা ঝামেলা চাই না, শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরের মালোপাড়া বিএনপির কার্যালয়ে জনসভা উপলক্ষে নেতাকর্মীদের পুলিশি হয়রানি, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমরা বার বার জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি ১ তারিখ থেকে তারা মাঠের অনুমতি দেবে। ১ তারিখ থেকে পরিবহন ধর্মঘট। নেতাকর্মীরা এখনই রাজশাহী চলে এসেছেন। তাহলে তারা কোথায় থাকবেন। মাদরাসা মাঠ ১ তারিখের আগে ব্যবহার করতে দেবে না। আমরা কিছু কমিউনিটি সেন্টার ভাড়া করেছিলাম। কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা তাদের গ্রেপ্তারের হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে চাপ দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। গায়েবি মামলা দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। পুলিশ যদি সরকারি দলের দায়িত্ব পালন করে তাহলে কোথায় যাব? গুটিকয়েক পুলিশের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের দোষ হবে।

তবে বাধা দিয়েও এই সমাবেশ আটকানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img