শনিবার, জুন ২১, ২০২৫

দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে : শেখ সেলিম

spot_imgspot_img

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা যাতে সফলকাম হতে না পারে তার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা তাকে হত্যার আগে বিভিন্নভাবে কাছে আসার চেষ্টা করেছিল। ঘনিষ্ট হবার চেষ্টা করেছিল। অথচ তারাই এক সময়ে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করেছিল।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কের মুক্ত মঞ্চে আয়োজিত গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও সদর পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, বিএনপি কোন দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে আর যদি শেখ হাসিনা এবং ত্যাগী নেতারা জীবিত থাকে তাহলে বাংলাদেশেকে সারা জীবন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পরিচালিত করবে।

তিনি বলেন, দরকার হলে পাকিস্তানপ্রেমীদের বাক্সে ভরে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে। বাংলাদেশে বসে পাকিস্তানের কথা চিন্তা করবেন আর পাকিস্তানে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরবেন এটা করতে দেয়া হবে না। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img