রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

নুরানী বোর্ডের ফলাফল প্রকাশ, পাশের হার ৮৫.২৫ শতাংশ

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখা যাবে (www.nooraniboard.com) এ ওয়েবসাইটে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বোর্ডটির ফলাফল প্রকাশ করা হয়।

জানা গেছে, সারাদেশের মোট ১০৯২টি কেন্দ্রে ৩০ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত এই সমাপনী পরীক্ষা হয়েছে। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২ শত ৩০ জন। পাশের হার ৮৫.২৫ শতাংশ।

অনুষ্ঠানে নুরানী তালীমুল কুরআন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইনের সভাপতিত্বে ও আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জামিয়া পটিয়ার পরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, আলেম লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, বেফাকের সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img