ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি উগ্র হিন্দুত্ববাদী সম্মেলনে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে। এছাড়া মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিল করার দাবি জানানো হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) প্রয়াগরাজে অবস্থিত ব্রহ্মঋষি আশ্রমে ওই সাধু সম্মেলন অনুষ্ঠিত হয়।
সন্ত সম্মেলনে বলা হয়, দেশের ১২৫ কোটি জনগণ নিজেদের ঘোষণা করুক যে ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং আজ থেকে লেখালেখি শুরু করলেই এই আন্দোলন বড় আকার ধারণ করবে। শেষ পর্যন্ত সরকার সাধু-সন্ত এবং সাধারণ জনগণের চাপের কাছে মাথা নত করবে। কারণ সন্ত সম্মেলনের লক্ষ্য ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং ইসলামী জিহাদকে নির্মূল করা।
এ সময়ে সাধুদের পক্ষ থেকে ভারতে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বিলুপ্ত করার দাবি জানানো হয়। এছাড়া হিন্দু মঠ মন্দিরের অধিগ্রহণ শেষ করাসহ বিভিন্ন প্রস্তাব পাস হয়।
সূত্র: পার্সটুডে






