শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

ভারতে আয়ুর্বেদ পরীক্ষায় প্রথম হলেন মুসলিম শিক্ষার্থী

ভারতের কর্নাটক রাজ্যে আয়ুর্বেদ এমডিতে (ফিজিওথেরাপি) প্রথম হয়েছেন ডা: লিফম রোশনারা নামের এক মুসলিম শিক্ষার্থী।

রোববার (৩০ জানুয়ারি) কলকাতা থেকে প্রকাশিত বাংলা পত্রিকা পুবের কলম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার গুরুপুরের ওই ছাত্রী বেঙ্গালুরুর রাজিব গান্ধী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মুদাবিদ্রির আলওয়াস কলেজের আয়ুর্বেদ এমডিতে (ফিজিওথেরাপি) রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন। এর আগে ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত ওই পরীক্ষায় তিনি ৬৫৬ নম্বর পেয়ে স্বর্ণপদক অর্জন করেন।

ডা: লিফম রোশনারা গুরুপুরের ব্যবসায়ী ইয়াকুব-সালেখা দম্পতির সন্তান। তার বোন আয়েশা জাহানারা একজন আইনজীবী।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img