বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ফিলিস্তিনের পশ্চিমতীরে সৌদির নেতৃত্বে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হতে দেবে না ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিমতীরে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে নেতৃত্ব দেবে সৌদি আরব। তবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের এ অঞ্চলটিতে সৌদির নেতৃত্বাধীন বৈঠকটি হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে ইসরাইলি এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

রোববার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিমতীরের রামাল্লায় ‘ঐতিহাসিক’ বৈঠকটি হওয়ার কথা আছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিসর এবং জর্ডানের পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দিতেন।

ইসরাইলের ওই কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকটি ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের’ কাজে ব্যবহার করবেন। যা ইসরাইলের জন্য হুমকি। তাই তারা এ বৈঠক হতে দেবেন না। পশ্চিমতীর যেহেতু ইসরাইলের দখলদারিত্বে রয়েছে তাই সেখানে প্রবেশে আরব মন্ত্রীদের ইসরাইলের অনুমোদন নিতে হবে।

গত বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই সিদ্ধান্ত হয় এই বৈঠকে বাধা প্রধান করা হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img