মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ২০০ আফগান দোভাষী ও তাদের পরিবার। এর মাধ্যমে দু’হাজার পাঁচ শ’ সদস্যের আফগান দোভাষীদের প্রথম দল মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। শুক্রবার তারা এ সংবাদ প্রকাশ করে।
নিজ দেশের তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর সয়াহতায় নিযুক্ত ছিলো এসব দোভাষী। যুদ্ধের পুরো ২০ বছর এই দোভাষীরা মার্কিনীদের সহায়তা করে গেছে।
আফগান দোভাষীদের একটি ভিসা প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হচ্ছে। শুক্রবার সকালে তারা যুক্তরাষ্ট্রে আসেন। পরে তাদেরকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ফোর্ট লি সামরিক ঘাঁটিতে তাদের এক সপ্তাহের জন্য রাখা হবে এবং তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার জন্য প্রস্তুত করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলে দেশটিতে তালেবানদের প্রভাব বাড়ে। বর্তমানে দেশটির অধিকাংশ অঞ্চল তালেবানের দখলে চলে আসায় বিপদে পড়ে নিজ দেশের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা আফগান দোভাষীরা।
২০০৮ সাল থেকে বিশেষ অভিবাসী ভিসার আওতায় যুক্তরাষ্ট্র ৭০ হাজার আফগানকে দেশটিতে আশ্রয় দিয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, বর্তমানে ২০ হাজারেরর মতো বিশেষ অভিবাসী ভিসার আবেদন আছে। এ সকল ভিসার মধ্যে অর্ধেক ভিসার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে।
আফগানিস্তানে কাজ করা মার্কিন সেনাদের সাবেক কমান্ডার মাইক জ্যাসন বলেন, তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে মৃত্যুঝুঁকি থাকার কারণে আমরা আফগান দোভাষীদেরকে তাদের কাজের প্রমাণসহ যুক্তরাষ্ট্রে যাওয়ার আহ্বান করছি।
সূত্র : বিবিসি