বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

একদিন ভারতও পাকিস্তান থেকে তেল কেনা শুরু করবে : ট্রাম্প

আমেরিকা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছে যা, তাদের বিশাল তেলের ভান্ডার উন্নয়নে আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘এখন এমন একটি তেল কোম্পানি বেছে নেয়া হচ্ছে, যারা এই উদ্যোগে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন ভারতও পাকিস্তান থেকে তেল কেনা শুরু করবে!’

বুধবার (৩০ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান।

তিনি লিখেছেন, ‘আমরা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি, যেখানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তাদের বিশাল তেলসম্পদ উন্নয়নে কাজ করবে। কোন তেল কোম্পানি এই প্রকল্প পরিচালনা করবে, তা ঠিক করার প্রক্রিয়ায় আছি।’

সূত্র : ইকোনমিক টাইমস, বিজনেস টুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img