বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে তিন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা

ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলার পরতাপুর এলাকায় তিন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাদের ওপর এ হামলা চালানো হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন ওয়াসিম, রিজওয়ান ও আমির। তারা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় লোহার রড ও লাঠিসোটা হাতে কয়েকজন লোক তাদের পথ আটকায়। প্রথমে তাদের নাম জিজ্ঞাসা করা হয়, আর নাম জানার সঙ্গে সঙ্গেই তাদের ওপর হামলা শুরু হয়।

হামলার ঘটনায় ওয়াসিম গুরুতর আহত হন এবং তাকে জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রিজওয়ান ও আমিরও মারাত্মকভাবে আহত হয়েছেন।

ভুক্তভোগীদের পরিবার পিলখুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তারা অভিযুক্তদের নামও উল্লেখ করেছেন। অভিযুক্তরা হলেন দীপক, নিখিল, জে.জে. কবর ও পঙ্কজ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবারগুলো।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা বলছেন, এই ধরনের হামলা তাদের মধ্যে ভয় সৃষ্টি করেছে। তারা পুলিশের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জেলার এসপি কুনওয়ার জ্ঞানঞ্জয় সিং বলেছেন, পুলিশ ঘটনাটিকে গুরুতর হিসেবে বিবেচনা করছে। অপরাধীরা কোনোভাবেই রেহাই পাবে না।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ