মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

ভারত -চীনের মধ্যে বন্ধু সম্পর্ক গড়ে তোলাই উভয় দেশের জন্য ‌‌‌‌‌সঠিক সিদ্ধান্ত : চীনের প্রেসিডেন্ট

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই চীনের প্রেসিডেন্ট বলেন, ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই উভয় দেশের জন্য ‌‌‌‌‌‘সঠিক সিদ্ধান্ত’।

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে তিয়ানজিনে আয়োজিত এই বৈঠকের তথ্য জানায় এনডিটিভি।

শি জিনপিং মোদিকে চীনে স্বাগত জানিয়ে বলেন, ‘গত বছর কাজানে আমাদের সফল বৈঠক হয়েছিল। আমরা বিশ্বের দুই প্রাচীন সভ্যতা, সবচেয়ে জনবহুল দুটি দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও পুনর্জাগরণে ভূমিকা রাখা আমাদের যৌথ দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘ড্রাগন আর হাতির মিলনই আমাদের উভয়ের সঠিক পথ।’

চীনা প্রেসিডেন্ট বলেন, এ বছর ভারত-চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি। ‘আমাদের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। বহুপাক্ষিকতা, বহুমেরু বিশ্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আরও গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে যৌথভাবে কাজ করতে হবে’।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img