সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তান আফগানিস্তানের স্বাধীনতার প্রতি ক্ষুব্ধ: ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল পাকিস্তানের সম্প্রতি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের স্বাধীনতার প্রতি ক্ষুব্ধ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রণধীর বলেন, পাকিস্তান মনে করছে যে, কোনো বাধ্যবাধকতা ছাড়াই সীমান্তের ওপারে সন্ত্রাসী কার্যক্রম চালানো তাদের অধিকার, কিন্তু প্রতিবেশী দেশগুলোর জন্য এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, নয়াদিল্লি আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্ব, সমস্ত ভূখণ্ড ও স্বাধীনতার প্রতি সমর্থন জানায়।

তিনি আরও বলেন, ভারত আফগানিস্তানে জল ব্যবস্থাপনা, বিশেষ করে হাইড্রোইলেকট্রিক প্রকল্পগুলোর ক্ষেত্রে সহায়তা করছে। জল ব্যবস্থাপনার ক্ষেত্রে সেলমা বাঁধ দুই দেশের সহযোগিতার একটি উদাহরণ।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ