Home Blog Page 1653

ওয়াগনার গ্রুপের মতো বাহিনী তৈরি করতে চান চেচেন নেতা কাদিরভ

0

রুশ ভাড়াটে সেনাদল “ওয়াগনার গ্রুপ”-এর আদলে নিজস্ব সামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছেন চেচেন নেতা রমজান কাদিরভ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) পুতিনের এই সহযোগী তার এই পরিকল্পনার কথা জানান।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ওয়াগনার গ্রুপ ব্যাপক পরিচিতি পেয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রধান কার্যালয় খুলেছে তারা। ওয়ানগারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোঝিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ হিসেবে পরিচিত।

ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে লড়াই করা ছাড়াও সিরিয়া, লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ অন্যান্য জায়গায়ও ওয়াগনার গ্রুপে তৎপরতা রয়েছে। রাশিয়ার ভাড়াটে এই যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ‘আন্তদেশীয় অপরাধী সংগঠন’ হিসেবে চিহ্নিত করছে আমেরিকা।

চেচেন নেতা রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে লেখেন, ইউক্রেন যুদ্ধে ওয়াগনার সেনারা দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। তাদের এমন সফলতা নিজস্ব সামরিক কোম্পানি থাকার প্রয়োজনীয়তার কথা জানান দিয়েছে।

রমজান কাদিরভ আরও বলেন, যখন রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব পালন শেষ হয়ে যাবে, তখন একটি নিজস্ব সামরিক কোম্পানি গড়ে তোলায় মনোযোগ দেব। এ কোম্পানি ওয়াগনার গ্রুপের সঙ্গে প্রতিযোগিতা করবে। আমি মনে করি, এটাও দুর্দান্ত কাজ করবে।

তুরস্কে ভূমিকম্পের ১৩ দিনের মাথায় সমাপ্ত হলো উদ্ধার অভিযান

0

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযান শেষ হচ্ছে আজ। তবে, সিরিয়ায় এখনও চলছে ভূমিকম্প দুর্গতদের আহাজারি। প্রতিবেশী তুরস্ক ৭০টি দেশ থেকে উদ্ধারকর্মী এবং অন্যান্য সহায়তা পেলেও সিরিয়ার ক্ষতিগ্রস্ত অঞ্চলের অনেকেই সামান্যতম খাবারও পায়নি। দুই দেশে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ হাজার ৫০০ জন।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) ভূমিকম্প আঘাত হানার ১৩ দিনের মাথায় সমাপ্ত হচ্ছে ধ্বংস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধার অভিযান।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, সন্ধান ও উদ্ধার কাজ দেশের বেশিরভাগ প্রদেশে ইতোমধ্যে শেষ হয়েছে।

ভূমিকম্পে তুরস্কের আর্থিক ক্ষতি হয়েছে ২ হাজার ৫০০ কোটি ডলার। যা দেশটির জিডিপির ২ দশমিক ৫ শতাংশ। ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার চারটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২১১১ পিস ইয়াবা, ৫০০ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ২ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৬ বোতল দেশিমদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

এবার ইলন মাস্কের পথেই হাঁটলেন মার্ক জুকারবার্গ

0

এবার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের পথেই হাঁটলেন ফেসবুকের মালিক মার্ক জুকারবাগ। অর্থের বিনিময়ে ২০২২ সালের নভেম্বরে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ‘ব্লু ব্যাজ’ সেবা পাওয়ার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক। এবার সেই একই ঘোষণা দিলেন মার্ক জুকারবার্গও।

তার ঘোষণা অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে টাকার বিনিময়ে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারবে অর্থাৎ ব্লু ব্যাজ পাবে। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এই ঘোষণা দিয়েছে।

মেটার এই ব্লু ব্যাজের জন্য একজনকে মাসিক ১১ দশমিক ৯৯ ডলার বা এক হাজার ২৬২ টাকার বেশি খরচ করতে হবে। অন্যদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য লাগবে ১৪ দশমিক ৯৯ ডলার বা এক হাজার ৫৭৮ টাকা।

জানা গেছে, প্রাথমিকভাবে এই সেবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হবে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া অ্যাপের নিরাপত্তা ও সত্যতা উন্নত করবে।

মেটার প্রদত্ত সাবস্ক্রিপশন সেবা এখনও ব্যবসার জন্য নয়, তবে যেকোনও ব্যক্তি অর্থ পরিশোধ করে এই সুবিধা নিতে পারবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এই পদক্ষেপ আগের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোকে প্রভাবিত করবে না। তবে এতে ব্লু ব্যাজ আরও বেশি দৃশ্যমান হতে পারে।

সূত্র: বিবিসি

যে কোনো মূল্যে বাখমুত রক্ষা করবে ইউক্রেন: জেলেনস্কি

0

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলে ইউক্রেন-রাশিয়ার মধ্যে মাসব্যাপী ভয়াবহ যুদ্ধ চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এ শহর দখল করতে এসে রাশিয়াকে কঠিন মূল্য দিতে হচ্ছে। তাদের অনেক সেনা এখানে প্রাণ হারিয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ দাবি করেন। তিনি আরও বলেন, যে কোনো মূল্যেই হোক কৌশলগত এ শহরের নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাদের হাতেই থাকবে। খবর রয়টার্সের।

তিনি ইতালির সংবাদমাধ্যম কোরিয়ার ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই কথা বলেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া যেহেতু বাখমুতে আক্রমণ বাড়িয়েছে তাই আমরাও যতক্ষণ পারি সেটিকে রক্ষা করব। এটি আমাদের দুর্গ।

তিনি আরও বলেন, রুশ গোলার আঘাতে শহরের অনেক এলাকা ধ্বংস হয়ে গেছে। দোরেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরটিতে ৭০ হাজার মানুষের বসবাস। বর্তমানে তুমুল যুদ্ধের মধ্যেও শহরটিতে ৫ হাজার মানুষ বসবাস করছেন।

আজ একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী

0

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের হাতে ‘একুশে পদক ২০২৩’ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করবেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে সরকার। এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে তিনজন, মুক্তিযুদ্ধে একজন, শিল্পকলায় আটজন (অভিনয়, সঙ্গীত, আবৃত্তি, চারু ও চিত্রকলা), রাজনীতিতে দু’জন, শিক্ষায় একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান, সমাজসেবায় একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা, গবেষণা এবং ভাষা ও সাহিত্যে একজন করে পুরস্কার পেয়েছেন।

ভাষা আন্দোলন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য খালেদা মঞ্জুর-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) এবং হাজী মোহাম্মদ মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

শিল্পকলা বিভাগে অভিনয় ক্যাটাগরিতে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ এবং সংগীত বিভাগে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর), আবৃত্তি বিভাগে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজীশ আলী খান এবং চিত্রকলা বিভাগে কনক চাঁপা চাকমা পুরস্কার পাচ্ছেন।

মুক্তিযুদ্ধ বিভাগে পুরস্কার পাচ্ছেন মমতাজ উদ্দিন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ডা. মো. আব্দুল মজিদ, শিক্ষায় অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় সাইদুল হক, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর), রাজনীতিতে আখতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান পুরস্কার পাচ্ছেন।

শিক্ষা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এ পুরস্কার পাচ্ছে।

সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু

0

সারা দেশে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কর্মসূচি চলবে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। ফলে বর্তমানে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা (০.০৪%) প্রায় নাই বললেই চলে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী দেশের সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশের ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ, ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে।

উৎসুক জনতার কারণে আমাদের কাজ করতে খুব কষ্ট হয়েছে : ফায়ার সার্ভিসের ডিজি

0

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাইন উদ্দিন বলেন, উৎসুক জনতার কারণে আমাদের কাজ করতে খুব কষ্ট হয়েছে। উৎসুক জনতা আমাদের অনেক কষ্ট দিয়েছেন। মানুষের কারণে রাস্তায় অনেক ভিড় ছিল।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিজি মাইন উদ্দিন বলেন, আমাদের ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা এখন উদ্ধার অভিযান পরিচালনা করছি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনী মিলে উদ্ধার কাজ পরিচালনা করছি।

ভবনটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি-না প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে। এ বিষয়ে আন্দাজে কথা বলা যাবে না। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী বলেন, রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম ভেতরে ঢুকেছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

0

ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ৮ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রোববার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে রাজ্যের পশ্চিমাংশে এই কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

শুধু অরুণাচলই নয়, এ কম্পনে কেঁপে ওঠে উত্তর-মধ্য আসাম এবং ভুটানের পূর্বাংশও। তবে এই কম্পনে প্রাণহানি বা কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আমরা আরও আগে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম : মেয়র আতিক

0

দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত একজনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আরও আগে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আমরা আড়াই ঘণ্টা যাবৎ চেষ্টা করছি, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বিপদের সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো উদ্ধার কাজে রাস্তাটা ছেড়ে দিতে হবে, আবেগ দিয়ে সবকিছু হয় না। ফায়ার ব্রিগেড তাদের প্রটোকল অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজগুলো করছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত ওই ভবনের ৭ম তলা থেকে ১৩ তলা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সাত তলা থেকে ১২ তলা পর্যন্ত প্রাথমিকভাবে সার্চ করে দেখেছে। দ্বিতীয়বার তারা আবারও দেখছে। ১-৪ বছরের শিশুসহ বেশ কয়েকজনকে উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের কর্মীরা। টপ ফ্লোরে ১১ জন আটকে ছিল, তাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে, আমরা চেষ্টা করছি।

জনসাধারণকে অনুরোধ করে মেয়র বলেন, আগুনটা আমরা আরও আগে নেভাতে পারতাম। আমাদের আহত আরও কম হতো। ৪০ জন ফায়ার ব্রিগেডের কর্মী ভেতরে উদ্ধার কাজ করছে। আমরা যে ভয় পেয়েছিলাম, সেই ভয়টা এখন আর নেই। এখন পর্যন্ত আমরা কিন্তু ভেতর থেকে কাউকে নামাতে পারিনি। সাত তলা থেকে ১২ তালা ছিল ভেরি ডেঞ্জারাস। যারা পাঁচ থেকে ছয়তলা ছিল তারা অনেকে নেমে গেছে। এরপরও প্রত্যেকটা ফ্লোরে গিয়ে চেক করা হবে। আমি এখানে আছি।

মেয়র আতিক বলেন, আমি বারবার বলেছি কেউ বিল্ডিং থেকে লাফ দেবেন না। ১২ তলায় যে ১১ জন ছিল তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তারা বলেছিল লাফ দেব কি না। আমি তাদের বলেছি লাফ দেবেন না, একটু ধৈর্য ধরেন। যদি কেউ লাফ দেয় তাহলে কিছু করার থাকবে না। যারা লাফ দেয় নাই, আলহামদুলিল্লাহ তারা নিরাপদে বেঁচে আছেন।