Home Blog Page 1654

২০৩০ সালে বাংলাদেশ বৃহত্তম অর্থনীতির দেশ হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০৩০ সালে বাংলাদেশ বৃহত্তম অর্থনীতির দেশ হবে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। অন্য দেশকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা করে দেখিয়েছেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে কম্পিউটার সরবরাহ করা হবে। ছাত্রদের লেখাপড়া, মানসিকতায় স্মার্ট হতে হবে।

তিনি আরও বলেন, ভোট ও ভাতের অধিকার নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। তাই শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা ও রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীসহ আরও অনেকে।

রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখা সবার জন্য উপকারী: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

0

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখা সবার জন্য উপকারী ও পারস্পারিক আলোচনার দরজা উন্মুক্ত রাখে।

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের দেশগুলির ভূ-কৌশলগত ভূমিকার উপর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা কালে তিনি এ মন্তব্য করেন।

বক্তৃতায় তিনি আরো বলেন, ইউক্রেন রাশিয়া সমস্যার সমাধান খুঁজতে সৌদি আরব কিয়েভ ও মস্কোর সাথে সংলাপ চালিয়ে যাচ্ছে। তবে তাদের মধ্যে সমস্যাগুলি বেশ জটিল।

এছাড়াও ওয়াশিংটনের সাথে সম্পর্ক নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি আরবের জাতীয় স্বার্থ রক্ষার ভিত্তিতে কিছু বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একমত নই। তবে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আমরা যৌথভাবে কাজ করছি।”

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার বিষয়ে তিনি বলেন, “জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলো এ বিষয়ে একটি বক্তব্য রাখতে চায়।”

সূত্র: মিডিল ইস্ট মনিটর

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন

0

২০২৩-এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, প্লেজারিজম এবং ধর্ম ও জাতি সত্বাবিরোধী বিষয়বস্তু সংযাজন বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। আগামী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারাদেশের থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সাম্প্রদায়িক সম্প্রীতি এ অঞ্চলের হাজার বছরের চর্চিত সংস্কৃতি। প্রত্যেক ধর্মেরই আলাদা আলাদা রীতি-নীতি ও সংস্কৃৃতি রয়েছে। কিন্তু ষষ্ঠ শ্রেণীর ঊহমষরংয ঋড়ৎ ঞড়ফধু বইয়ের ১৩৫-১৪৮ পৃষ্ঠা গল্পে চার ধর্মের চার বন্ধুর কাহিনী উল্লেখ করা হয়েছে ; যেখানে প্রত্যক বন্ধুর প্রধান ধর্মীয় উৎসবে অপর সকল বন্ধুদের দাওয়াত দিয়ে একসাথে উদযাপনের কথা বলা হয়েছে। বিষয়টি সৌহার্দ্যপূর্ণ মনে হলেও এমন গল্পের মাধ্যমে প্রত্যেকের নিজ নিজ ধর্ম, বিশ্বাস, আচার-অনুষ্ঠানের স্বাতন্ত্রতা ও নিজস্বতা বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। কারণ ইসলাম ও হিন্দু ধর্মের মাঝে পরস্পর সাংঘর্ষিক অনেক বিষয় আছে। যার মাধ্যমে প্রত্যেকেরই ধর্মীয় বিশ্বাস ক্ষতিগ্রস্থ হবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, ধর্মীয় সম্প্রীতি শেখানোর জন্য সকলের ধর্ম ও বিশ্বাস বিনষ্ট করার কোন অর্থ হয় না। বরং যার যার ধর্ম ও বিশ্বাস যথাযথ জায়গায় রেখেই ধর্মীয় সম্প্রতি রক্ষা করা যায়। যার উদাহারণ আমরা বাঙালীরা হাজার বছর ধরে প্রদর্শন করে আসছি। ফলে এই ধরণের বিষয় পাঠ্যসুচি থেকে বাদ দিতে হবে।

সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান প্রমুখ।

ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করলেন ভারতের ডেপুটি হাইকমিশনার

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির (এলওসি) আওতায় বিআরটিসি’র জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল-ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয় এবং এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক বাস সরবরাহ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য; ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

সূত্র : বাসস

গত সপ্তাহে একটি তেল ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে ইসরাইল

0

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে আরব সাগর দিয়ে যাওয়া একটি তেল ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করেছেন।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, “গত সপ্তাহে ইরান আবারও পারস্য উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আক্রমণ করেছে ও নৌ চলাচলের আন্তর্জাতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।”

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) লাইবেরিয়ার পতাকাবাহী ক্যাম্পো স্কোয়ারে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের ক্যাপ্টেন।

তিনি বলেন, ১০ ফেব্রুয়ারী আরব সাগর দিয়ে যাত্রা করার সময় জাহাজটি একটি ড্রোন দ্বারা হালকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আঞ্চলিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র এ হামলাটির পেছনে ইরানকে সন্দেহ করলেও এই ঘটনার বিষয়ে তারা এখনো কোন মন্তব্য করেনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আফগানিস্তানের ১৪ মিলিয়ন মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে প্রয়োজন ৪৭৯ মিলিয়ন ডলার

0

ইউনাইটেড নেশনস অফিস ফর হিউম্যানিটারিয়ান এইড (ওসিএইচএ) বলছে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ১৪ মিলিয়ন মানুষকে নিরাপদ পানি সরবরাহ করার জন্য ৪৭৯ মিলিয়ন ডলার প্রয়োজন। এছাড়াও ২০২২ সালে পরিবারে বিশুদ্ধ পানীর প্রয়োজন ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) ওসিএইচএ এক ফেসবুক বার্তায় এ বিষয়টি জানায়।

সেই বার্তায় বলা হয়েছে, টানা ৩ টি খরার কারণে আফগানিস্তানের জনগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১২ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

উল্লেখ্য; গত বছরের গ্রীষ্মকালে কিছু প্রদেশে বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। এছাড়াও কিছু প্রদেশে অস্বাস্থ্যকর পানি পান ও ব্যবহার মানুষের মধ্যে বিভিন্ন রোগের বিস্তার ঘটিয়েছে।

সূত্র: এভিএ

বুলগেরিয়ার একটি গাড়ি থেকে ১৮ আফগান শরণার্থীর মৃতদেহ উদ্ধার

0

কাঠ বহনকারী বুলগেরিয়ার একটি ট্রাক থেকে ১৮ জন আফগান শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই ট্রাক থেকে ৫ জন শিশুসহ ৩৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুলগেরিয়ার পুলিশ কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উপকণ্ঠে এই মরদেহগুলো পাওয়া গেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পুলিশ ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাদের বিরুদ্ধে আগে থেকেই মানব পাচারের অভিযোগ ছিল।

বুলগেরিয়ার পুলিশের মতে, এই আফগান নাগরিকরা অবৈধভাবে সার্বিয়া যাওয়ার পরিকল্পনা করেছিল।

বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দীর্ঘ ক্ষুধা, ঠান্ডা ও উচ্চ আর্দ্রতায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঘটেছে।

বুলগেরিয়ার বিভিন্ন মিডিয়া এই ঘটনাটিকে বুলগেরিয়ার মানব পাচার সংক্রান্ত সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য; ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত দেশগুলোতে অবৈধ অভিবাসনের অন্যতম পথ হল বুলগেরিয়া। তাছাড়া পূর্বে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বুলগেরিয়া সরকারের বিরুদ্ধে আশ্রয়প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছে।

সূত্র: এভিএ

সিরিয়ায় দায়েশের হামলায় ৫৩ জন নিহত

0

সিরিয়ার কেন্দ্রীয় মরু প্রদেশ হোমসে এক মারাত্মক হামলা সংগঠিত হয়েছে। এ হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ হামলার জন্য নিষিদ্ধ সংগঠন দায়েশকে দায়ী করেছে। তবে এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি দায়েশের সদস্যরা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম বলা হয়েছে, নিহত ব্যক্তিরা মরুভূমিতে ট্রাফল (ভিন্ন প্রজাতির মাশরুম) সংগ্রহ করর সময় হামলার শিকার হয়। নিহতদের মৃতদেহ সিরিয়ার পালমিরা স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ সময়ে তাদের মাথায় গুলির চিহ্ন দেখা গেছে।

পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডি জানান, মৃতদেহের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক ও ৭ জন সেনা সদস্য রয়েছে।

উল্লেখ্য; এ ভয়াবহ হামলাটি এমন সময় ঘটেছে যার ঠিক একদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছিল তারা উত্তর-পূর্ব সিরিয়ায় দায়েসের একজন শীর্ষস্থানীয় নেতা হামজা আল-হোমসিকে হত্যা করেছে।

সূত্র: কেপি

“বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত

0

ইসলামী ও সাধারন জ্ঞনের আন্তর্জাতিক প্রতিযোগিতা “বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩” এর চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে চূড়ান্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাছাই পরীক্ষায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরীফ মুহাম্মদ ইউনুছ, লেক ভিউ জামে মসজিদ চট্টগ্রামের খতিব মাওলানা নুরুল আমিন মাহদী ও মাসিক মদিনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান।

ইসলামিক আইকনের চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বকশির সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই পরীক্ষা শেষে বিচারকগণ প্রতিযোগিদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের বিচারের মাধ্যমে চুড়ান্ত করা হয় বিজয়ীদের, যারা অন্যান্য দেশের প্রতিযোগিদের সাথে লড়বে।

চুড়ান্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীর জন্য ৮ লক্ষ, ২য় স্থান অধিকারীর জন্য ৬ লক্ষ ও ৩য় স্থান অধিকারীর জন্য রযেছে ৪ লক্ষ টাকা পুরস্কার।

পবিত্র রমজান মাসে অনুষ্ঠান সম্প্রচারিত হবে আরটিভির পর্দায়।

পাকিস্তান ইতোমধ্যেই দেউলিয়া হয়ে গেছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

0

গত কয়েক মাস ধরে ইতিহাসের সব চেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বিশেষ করে গত বছরের মারাত্মক বন্যা পরিস্থিতিকে আরও নাজেহাল করে তুলেছে। সবমিলিয়ে দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। তবে আরো একধাপ এগিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, “পাকিস্তান ইতিমধ্যেই ঋণ খেলাপি করেছে ও আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।”

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের শিয়ালকোটের একটি বেসরকারী কলেজের বার্ষিক সমাবেশে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বক্তৃতায় তিনি বলেন, “আপনি হয়ত অনেক লোককে বলতে শুনেছেন যে পাকিস্তান দেওলিয়া হয়ে যাবে, তবে আমি এটা বলতে চাই যে ইতিমধ্যে দেওলিয়া হয়ে গেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে।”

তিনি আরো বলেন, এ সমস্যার সমাধান নিজেদের দেশের মধ্যেই রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে নয়।

উল্লেখ্য; পাকিস্তানি বিশেষজ্ঞদের মতে, দেশের অর্থনীতিকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রেসকিউ প্যাকেজের চেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হতে পারে।

সূত্র: কেপি