সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখা সবার জন্য উপকারী ও পারস্পারিক আলোচনার দরজা উন্মুক্ত রাখে।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের দেশগুলির ভূ-কৌশলগত ভূমিকার উপর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা কালে তিনি এ মন্তব্য করেন।
বক্তৃতায় তিনি আরো বলেন, ইউক্রেন রাশিয়া সমস্যার সমাধান খুঁজতে সৌদি আরব কিয়েভ ও মস্কোর সাথে সংলাপ চালিয়ে যাচ্ছে। তবে তাদের মধ্যে সমস্যাগুলি বেশ জটিল।
এছাড়াও ওয়াশিংটনের সাথে সম্পর্ক নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি আরবের জাতীয় স্বার্থ রক্ষার ভিত্তিতে কিছু বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একমত নই। তবে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আমরা যৌথভাবে কাজ করছি।”
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার বিষয়ে তিনি বলেন, “জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলো এ বিষয়ে একটি বক্তব্য রাখতে চায়।”
সূত্র: মিডিল ইস্ট মনিটর