Home Blog Page 1655

আগামী তিনদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের আভাস

0

সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া আগামী তিনদিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। আগামী তিনদিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

শহীদ মিনার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে: ডিএমপি কমিশনার

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। সেখানে ব্যাগ নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।

রোববার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবুও নিরাপত্তার জন্য পলাশী থেকে দোয়েল চত্বর পর্যন্ত পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।

খন্দকার গোলাম ফারুক বলেন, নিরাপত্তার বিষয়টি পুলিশের কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে। এ ছাড়া শহীদ মিনারে আসা মানুষকে সার্চ করার জন্য আর্চওয়ে থাকবে। কোনো ব্যাগ কিংবা জিনিস নিয়ে ভেতরে ঢুকতে দেয়া হবে না।

কুমিল্লা নগরীতে কাল ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৫৫ হাজার শিশু

0

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। নগরীর ৬ থেকে ১১ মাস বয়সী সাত হাজার ৮২৫ জনকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।

তিনি বলেন, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৯৮টি কেন্দ্রে এবং ভ্রাম্যমাণ সাতটি কেন্দ্রে চলবে টিকাদান কার্যক্রম। প্রতি কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবক ও প্রতি ওয়ার্ডে দুইজন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তাদের সাথে সমন্বয় করবেন ওয়ার্ড কাউন্সিলররা।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দনা দেবনাথ জানান, যেকোনো ধরনের অসুস্থ শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে না। অভিভাবকরা চিকিৎসকের পরামর্শ অনুসারে পরবর্তীতে বাচ্চাদের ক্যাপসুল খাওয়াবেন।

প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে: বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রাম থেকে শহর সব জায়গায় এ সুবিধা পৌঁছে গেছে। অনলাইন নির্ভর এ সেবায় দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক বুঝতে পারেন জমিতে কতটুকু সার দিতে হবে, কখন সেচ দিতে হবে, এমনকি কি জাতীয় কীটনাশক দিতে হবে। সব প্রতিবন্ধকতা ছাপিয়ে এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিসিএমএস সেবা উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শুরুর দিকে অনেকেই বলেছিল ডিজিটাল বাংলাদেশ হবে না। কিন্তু আমরা বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তর করেছি। ডিজিটাল কৃষি সেবা চালু করার পর দেশের কৃষিতে তাক লাগানোর মতো উন্নয়ন হয়েছে। চারপাশ সবুজ হয়েছে। আমাদের কৃষিপণ্য উৎপাদনে এটা একটা উদাহরণ মাত্র। ডিজিটাল সেবায় এমন অনেক কিছুই সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, একসময় ই-কমার্স নিয়ে অসংখ্য অভিযোগ এসেছে। এসব নিয়ে বিব্রত পরিস্থিতি সামলাতে হয়েছে। প্রতিদিন এসব নিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলতে হয়েছে। সিসিএমএস সেই সমস্যাগুলো নিরসন করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই সিসিএমএস খুব দরকার। আমরা যেন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হই। সবকিছুর যেন সুন্দরভাবে সমাধান হয় তারই পরিপ্রেক্ষিতে এই সিস্টেমটি ডেভলপ করেছে। এ কাজটির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। অনেক কষ্ট করে আজকের এই বাংলাদেশ এসেছে। প্রতিনিয়ত দেশ পরিবর্তন হচ্ছে। আজ আমরা কোনো প্রতিযোগিতায় পিছিয়ে নেই।

খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : আইনমন্ত্রী

0

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে ১৪শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য ১২শ ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অসুস্থতার কারণে দুটো শর্ত দিয়ে তাকে মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি বন্ধ রাখতে হবে সেরকম কোনো শর্ত ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে, কারোর এই স্বাধীনতাটার ওপর হস্তক্ষেপ করা ঠিক নয়।

খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাহলে সংবিধানের ৬৬নং অনুচ্ছেদে যেতে হবে। সেখানে বলা আছে, কারো যদি নৈতিক স্খলনের দায়ে দুই বছর বা তার বেশি সাজা হয়, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। এগুলো স্পষ্ট।

একদলীয় শাসন প্রতিষ্ঠায় ভয়াবহ চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

0

দেশে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য ভয়াবহ রকমের চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রকৃতি পক্ষে ৫২ সালের এই একুশে ফেব্রুয়ারি আমাদের নতুন জাতীয় সত্বা নির্মাণের যে চেতনা সেই চেতনা সৃষ্টি হয়েছিল। সেদিন আমাদের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে সেদিন বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল। তার ধারাবাহিকতায় যে নতুন চিন্তা চেতনা সৃষ্টি হয়েছিল এবং সত্যিকার অর্থেই নতুন রাষ্ট্র নির্মাণের অংকুর সেদিন সৃষ্টি হয়েছিল।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। এসময় আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর আগে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার এত বছর পরেও জাতি তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। কি দুর্ভাগ্য যে বাংলা একাডেমীর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষা ও বিকাশের জন্য। চিন্তা চেতনা বিকাশের জন্য। মুক্তচিন্তার জন্য। সেই বাংলা একাডেমী অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়ে, বিভিন্ন বইয়ের প্রদর্শন বন্ধ করে দিয়ে, একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, এই একুশে ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। জনগণের কথা বলার অধিকার, মুক্ত চিন্তার অধিকার, জনগণের লেখার অধিকার আমরা নিশ্চয়তা প্রতিষ্ঠা করব।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।

ভোট চোরকে জনগণ কখনও মেনে নেয় না : প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে। বাংলাদেশের মানুষ ভোটের ব্যাপারে সচেতন। কেউ যদি ভোট চুরি করে কেউ মেনে নেয় না।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় থেকে একটা নির্বাচন করেছিল, জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিল। যেহেতু জনগণের ভোট চুরি করেছে, জনগণ কিন্তু মেনে নেয়নি। জনগণের আন্দোলনের ফলে ওই বছরই ৩০ মার্চ খালেদা জিয়া পদত্যাগের বাধ্য হয়েছিল। ভোট চোরকে জনগণ কখনও গ্রহণ করে না।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালশী বালুর মাঠে মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ আর পেছনের দিকে ফিরে তাকাবে না, কারও মুখাপেক্ষী হবে না। আমরা নিজের ক্ষেতের ফসল ফলাব, নিজের দেশকে উন্নত করব। কারও কাছে হাত পেতে চলব না। কারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন- ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা সম্মানের সাথে বিশ্বের কাছে মাথা উঁচু করে চলতে চাই। কারও কাছে হাত পেতে চলব না।

তিনি আরও বলেন, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। আমাদের যত অনাবাদী জমি আছে সেগুলো চাষ করার নিদের্শ দিয়েছি। সেই সাথে যার যতটুকু জমি আছে, এক ইঞ্চি জায়গা যেন খালি না থাকে। যা পারেন উৎপাদন করেন। নিজেরটা নিজে খান বা কাউকে দেন, যাই করেন কিন্তু ফসল উৎপাদন আমাদের করতে হবে। নিজেরা নিজেদের চাহিদা পূরণ করব এবং অন্যদের সহযোগিতা করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর জঙ্গিবাদ সন্ত্রাস, ৫০০ জায়গা বোমা, গ্রেনেড হামলা, দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন… বাংলাদেশের ভাবমূর্তি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। ক্ষমতায় থাকার জন্য ১ কোটি ২৩ লক্ষ ভুয়া ভোটার লিস্ট দিয়ে ২০০৬ সালে নির্বাচন ঘোষণা করেছিল। জনগণ যখন বুঝতে পারল তারা ভোট চুরি করবে, আবার আন্দোলন, খালেদা জিয়ার আবার বিদায়। ভোট চোরকে এ দেশের মানুষ কখনও মেনে নেয় না, মেনে নেবেও না।

সরকারপ্রধান বলেন, বিএনপি অনেক কথা বলে, ২০০৮ সালের নির্বাচনে তারা তো পেয়েছিল মাত্র ২৯টি সিট, আর একটা উপ-নির্বাচনে। মোট ৩০০ সিটের মধ্যে মাত্র ৩০টা সিট পেয়েছিল তারা। কাজেই আমরা দেশের উন্নয়ন করে মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেই জনগণের ভোটেই বার বার সরকারে এসেছি। এখন যতই এই ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আর সেটা করতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। আজ বিশ্বে বাংলাদেশের মর্যাদা আছে, কেউ আর বাংলাদেশকে হেয় করতে পারবে না। নিচু চোখে দেখতে পারবে না। এখন বিদেশে বাংলাদেশের মানুষকে সমীহ করে। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরাইলী প্রতিনিধিদল বহিষ্কৃত

0

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসবাদী ইসরাইলের একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলন স্থল থেকে দখরদার ইসরাইলী প্রতিনিধিদলকে বের করে দেওয়া হয়।

ইসরাইলের “ওয়ালা নিউজ” জানিয়েছে, সম্মেলন স্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরাইলি প্রতিনিধিদলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক উপ মহা-পরিচালক শ্যারন বার-লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কয়েক মিনিট তর্ক-বিতর্ক করার পর সম্মেলন স্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। ওয়ালা নিউজ ওয়েবসাইটই এই খবর সর্বপ্রথম প্রকাশ করে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরাইলকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়ার প্রশ্নে সংস্থায় ব্যাপক তর্ক-বিতর্ক হয়। সে সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে ৫৫ জাতির এ জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া সেসময় আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে ইসরাইল তাতে এ সরকারকে কোনোমতেই আফ্রিকান ইউনিয়নে প্রবেশাধিকার দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না।

সূত্র : পার্সটুডে

দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি: প্রধানমন্ত্রী

0

নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে রাজনীতিতে এসেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কালশী বালুর মাঠে কালশী ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ মীরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টার পর কালশী বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ফ্লাইওভার উদ্বোধন করেন তিনি।

এত দিন আনুষ্ঠানিক উদ্বোধন না করায় ফ্লাইওভার বন্ধ ছিল। তবে নিচের প্রশস্ত রাস্তা চালু করায় তার সুফল পাচ্ছিল মিরপুরের বাসিন্দারা। সড়ক প্রশস্ত হওয়ায় যানজট হচ্ছে না। ফ্লাইওভারেও ভালো সুফলের আশা করছে মিরপুরবাসীসহ সড়ক ব্যবহারকারীরা।

পাকিস্তানের বিরুদ্ধে হামলা আরো বৃদ্ধির হুঁশিয়ারি টিটিপির

0

পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দফতরে হামলার ঘটনার পর এবার আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আরও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) একটি সতর্কবার্তা জারি করে বলেছে, “ক্রীতদাস পাক সেনা বাহিনীর সাথে আমাদের এ যুদ্ধে পুলিশের উচিত দূরে অবস্থান করা। না হলে শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়স্থলে আমাদের আক্রমণ অব্যাহত থাকবে।”

বিবৃতিতে আরো বলা হয়, “নিরাপত্তা সংস্থাগুলোকে আমরা সতর্ক করে দিতে চাই যে নিরপরাধ বন্দীদের ভুয়া এনকাউন্টারের মাধ্যমে শহীদ করা বন্ধ করুন। অন্যথায় ভবিষ্যতে আক্রমণের তীব্রতা আরও ভয়াবহ বৃদ্ধি পাবে।”

উল্লেখ্য; গত শুক্রবার পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দফতরে হামলার ঘটনায় হামলা ৫ জন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯ জন নিহত হয়েছে। তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

সূত্র: কেপি