২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরর্বতীতে শুক্রবার রাশিয়ার মধ্যাস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে ১০ ঘণ্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। এদিকে শনিবার স্থানীয় সময় ১২ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়. টার্টার ও আগদামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া।
এরই প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালায় আজারবাইজান। যদিও আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নৌকায় ভোট দেওয়ার অপরাধে ৮ বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা, ৬০ বছরের নারী- কেউ রক্ষা পায়নি বিএনপির লেলিয়ে দেওয়া বাহিনীর হাত থেকে। এনিয়ে যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কথা বলেন, তখন তা হাস্যকর হয়ে দাঁড়ায়। বর্তমান সরকার অতীতে ঘটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণের বিচার যেমন করছে বর্তমানে সংঘটিত এ ধরনের অপরাধের বিচারও সরকার করবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ বেতার আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২১ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠনের ৩ মাস পর থেকে উনারা (বিএনপি) আমাদের কখনও সময় দিতে চাননি। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ আমাদের সময় দিয়েছে এবং প্রায় পৌনে ১২ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিলেন কি দিলেন না, সেটি বড় ব্যাপার নয়, জনগণ সময় দিচ্ছে কিনা সেটিই হচ্ছে মুখ্য বিষয়।
তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন এবং সম্প্রচার আইন হলে গণমাধ্যমকর্মীদের বেতন কাঠামো থেকে শুরু করে সবকিছু সুরক্ষিত হবে। তবে আইন পাস করা কোনো মন্ত্রণালয়ের একক বিষয় নয়। এর সঙ্গে মন্ত্রিসভা, আইন মন্ত্রণালয়, সংসদ, সংসদীয় কমিটি যুক্ত। যেহেতু তথ্য মন্ত্রণালয়ের একক দায়িত্বে এটি করা সম্ভব নয়, সুতরাং এটি নিয়ে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়াও সম্ভব নয়। তবে এটি শিগগিরই করার চেষ্টা করছি।
সৌদি আরবে হামলা চালাতে নিক্ষেপ করা প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুটি বিস্ফোরকভর্তি ড্রোন ধ্বংস করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।
জোট বাহিনী ইরান সমর্থিত হুতিদের ছোড়া ড্রোন দুটির গতিরোধ করে ধ্বংস করার দাবি করলেও এ বিষয়ে হুতিরা কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে।
২০১৪ সালের শেষ দিকে শিয়া ধর্মের হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে।
এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট।
তারপর থেকে সৌদি জোটের বেপরোয়া বোমাবর্ষণ ও বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়েছে ইয়েমেন।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
হোয়াইট হাউজ করোনা সংক্রমণের সুপারস্প্রেডার বলে মন্তব্য করেছেন করোনাভাইরাস বিষয়ক টাস্কফোর্স প্রধান- ড. অ্যান্থনি ফাউচি।
তিনি বলেন, গত মাসে বিচারপতি মনোনয়ন বোর্ডের সভা থেকেই হোয়াইট হাউজের কর্মকর্তাদের মাঝে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। সিবিএস নিউজে দেয়া সাক্ষাৎকারে ফাউচি স্বীকার করেন, স্বাস্থ্যবিধি না মানা এমনকি মাস্ক না পরার কারণেই এই ভয়াবহতা তৈরি হয়েছে।
গেলো ২৬ সেপ্টেম্বর বিচারপতি মনোনয়ন সভার পরের দিন করোনা শনাক্ত হয় মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিক্সের শরীরে। এরপর করোনা শনাক্ত হয় ট্রাম্প দম্পতির। বর্তমানে হোয়াইট হাউজেই চিকিৎসা নিচ্ছেন তারা।
কক্সবাজারের টেকনাফের ন্যাচারপার্ক এলাকার নাফ নদী দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকালে ২ লাখ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব না হলেও ইয়াবার সাথে একটি নৌকা জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদে খবর আসে শনিবার সন্ধ্যার পর ২ বিজিবির আওতাধীন দমদমিয়া বিওপির ন্যাচারপার্ক বরাবর নাফ নদী হয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন খবরে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল ঐ এলাকার নাফ নদীর কিনারে গিয়ে অবস্থান নেয়। নাফ নদী দিয়ে ৪-৫ জন ব্যক্তিকে ২টি নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল। অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার জন্য অনতিবিলম্বে চ্যালেঞ্জ করে তারা।
নৌকায় থাকা ব্যক্তিরা টহলদলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। টহলদলও পাল্টা গুলি করে। বিজিবির পাল্টা গুলিতে ভীত হয়ে সামনের নৌকায় থাকা ইয়াবা পাচারকারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং পেছনে আসা ইঞ্জিন চালিত নৌকায় স্থানান্তরিত হয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ৩টি প্লাস্টিকের বস্তা পায়। তা খুলে ২ লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার করে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে ও জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।
শনিবার (১০ অক্টোবর) করাচিতে একটি দ্বীনি মজলিশ শেষে মাদরাসার ফেরার সময় শাহ ফয়সাল কলোনীতে তার গাড়িতে মোটরসাইকেল আরোহন করে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি চালালে তিনি শাহাদাত বরণ করেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দুটি গুলি মাওলানা আদিলকে আঘাত করে, একটি ঘাড়ে, অপরটি শরীরে। এসময় তার গাড়ি চালকও ইন্তেকাল করেন।
মস্কোয় দশ ঘন্টা আলোচনার পর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে একটা সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু গত দু সপ্তাহ ধরে বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে যে যুদ্ধ হয়ে গেল – তা সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে একটা বিশেষ কারণে।
দীর্ঘ তিন দশক ধরে পুরনো যে সংঘাত থেকে থেকেই মাথা চাড়া দিয়ে উঠেছে, তাতে এবারের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে ড্রোন – বিশেষ করে তুরস্কের তৈরি ড্রোন দিয়ে চালানো হামলা।
এবারের লড়াই, যা শুরু হয়েছিল ২৭শে সেপ্টেম্বর, তার তীব্রতা বুঝিয়ে দিয়েছে নাগোর্নো-কারাবাখে আর্মেনীয় লক্ষ্যবস্তুর ওপর আজেরি ড্রোন হামলার ভিডিও ফুটেজ।
এই ভিডিও ছবি থেকে সন্দেহ দানা বেঁধেছে যে এবারের লড়াইয়ের জন্য আজারবাইজানের হাতে এসেছিল তুরস্কের বেয়ারআকতার ড্রোন।
আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যবেক্ষণ ড্রোন থেকে তোলা এলাকার ছবি বিতরণ করেছে, যেখানে লক্ষ্যবস্তুর অবস্থান চিহ্ণিত করা হয়েছিল এবং সেখানে চালকবিহীন ‘কামিকাযি’ কায়দার বিমানের ভিডিও দেয়া হয়েছিল। কামিকাযি হল একধরনের আত্মঘাতী বিমান- যেগুলো বিস্ফোরক অস্ত্রে সজ্জিত থাকে এবং লক্ষ্যবস্তুর ওপর আঘাত করে নিজেই বিস্ফোরিত হয়ে যায়।
সম্প্রতি দুটি দেশই তাদের অস্ত্রের সম্ভার বাড়িয়েছে। এর মধ্যে আজারবাইজান অস্ত্র সংগ্রহ করেছে আর্মেনিয়ার চেয়ে বেশি এবং আজেরিরা ড্রোন প্রযুক্তির দিকে বেশি ঝুঁকেছে।
বেয়ারআকতার ড্রোন কী?
আজারবাইজান নাগোর্নো-কারাবাখে ড্রোন হামলা চালিয়েছে দাবি করে যে ভিডিও প্রকাশ করেছে
নাগোর্নো-কারাবাখ অঞ্চলে আজারবাইজান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ।
দুই দেশের মধ্যে সাম্প্রতিকতম এই লড়াইয়ে যে ড্রোনের ব্যবহার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল তুরস্কের বেয়ারআকতার টিবি-টু মডেলের ড্রোন।
বিশেষজ্ঞরা বলছেন নাগোর্নো-কারাবাখে আজেরি সামরিক বাহিনীর হামলার যেসব ভিডিও দেশটির সরকার বিলি করেছে তা ফিল্ম করা হয়েছে টিবি-টু ড্রোন দিয়ে।
কয়েক বছর আগে বেকার নামে তুরস্কের একটি সংস্থা এই ড্রোন তৈরি করে। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এবং এটি পর্যবেক্ষণ ও লক্ষ্যবস্তু নির্ধারণের কাজে ব্যবহার করা যায়।
ড্রোনের বাজারে টিবি-টু একটি তারকা। ফেব্রুয়ারি ২০২০য়ে সিরিয়ায় অপারেশন স্প্রিং শিল্ড অভিযানে এই ড্রোন ব্যবহার করেছিল তুরস্ক। এর আগে লিবিয়ায় যুদ্ধবাজ খলিফা হাফতারের বিদ্রোহী বাহিনীদের লক্ষ্য করে চালানো অভিযানেও তুরস্ক এই ড্রোন ব্যবহার করে।
তুরস্ক টিবি-টু বিক্রি করেছে ইউক্রেনের কাছে। ৬ই অক্টোবর তুরস্কের বার্তা সংস্থা আনাদলু-র এক খবরে বলা হয়েছে যে সার্বিয়াও এই ড্রোন কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
বিতর্কিত এলাকায় আর্মেনীয় সাজোঁয়া যান বিধ্বস্ত করার যেসব ছবি প্রকাশিত হয়েছে সেগুলো বেয়ারআকতার ড্রোন দিয়ে তোলা বলে বিশেষজ্ঞরা যদিও নিশ্চিত, কিন্তু এই ড্রোন যে আজারবাইজানের অস্ত্র সম্ভারের অংশ ছিল, তার স্বপক্ষে আনুষ্ঠানিকভাবে কোন নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ৫ই অক্টোবর ঘোষণা করেন যে, আজারবাইজানের কাছে তুর্কী ড্রোন রয়েছে। তবে তারা সেগুলো কিনেছে কি না, সে সম্পর্কিত কোন কাগজপত্র বা রসিদ আজেরি সরকার প্রকাশ করতে পারেনি। জুন মাসে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবিষ্যতে এই ড্রোন পাবে বলে তারা আশা করছে।
রুশ সাময়িকী আমর্স এক্সপোর্টের প্রধান সম্পাদক আন্দ্রেই ফ্রলভ মনে করেন, আজারবাইজান হয় গোপনে এই চালকবিহীন বিমান মজুত করছিল, না হয়ত সাম্প্রতিক এই লড়াই শুরু হবার ঠিক আগেই এগুলো তাদের হাতে যায়।
আজারবাইজানের প্রকাশ করা ফুটেজে দেখা যাচ্ছে একটি লক্ষ্যবস্তুর ওপর ওড়া একটি ড্রোনের ওপর আরেকটি ড্রোন আঘাত হেনেছে
তুরস্ক থেকে ড্রোন কেনা বা সেগুলো রপ্তানি সংক্রান্ত সরকারি তথ্য না থাকার বিষয়টা নিয়ে আবার তৃতীয় একটি দেশের প্রযুক্তি ব্যবহারের কথাও উঠছে।
সোমবার ক্যানাডা ঘোষণা করে যে তারা তুরস্কে ড্রোন তৈরির প্রযুক্তি রপ্তানি বন্ধ করে দেবে, নাগোর্নো-কারাবাখে তুরস্কের ড্রোন ব্যবহার করা হচ্ছে এ নিয়ে সন্দেহ বাড়ার কারণে।
ক্যানাডার প্লাওশেয়ার প্রকল্প নামে একটি সংস্থা জানাচ্ছে নাগোর্নো-কারাবাখে আক্রমণ চালানো ড্রোনের ছবি থেকে দেখা যাচ্ছে যে, যে বিমান থেকে হামলার ছবি তোলা হয়েছে সেটি ক্যানাডার বহুজাতিক একটি প্রযুক্তি ও প্রতিরক্ষা সংস্থা এলথ্রি হ্যারিস টেকনোলজিস ইঙ্ক প্রতিষ্ঠানের তৈরি সরঞ্জাম ব্যবহার করেছে।
তুরস্ক ক্যানাডার বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ করে বলেছে, নেটোর সহযোগী সদস্য এই দেশ সামরিক সহায়তার মানসিকতা লংঘন করেছে।
তবে, আজেরি সেনা বাহিনী আরও বিভিন্ন ধরনের চালকবিহীন বিমান ব্যবহার করে থাকে। আমেরিকায় বার্ড কলেজের ড্রোন বিষয়ক গবেষণা বিভাগ বলছে আজারবাইজানের দুটি ইসরায়েলী হেরন টিপি, দশটি হার্মিস ৪৫০৭, একশটি স্কাই স্ট্রাইকার এবং পঞ্চাশটি হ্যারপস বিমান আছে।
এছাড়াও ইসরায়েলী এবং আজারবাইজান যৌথভাবে বিভিন্ন পর্যবেক্ষণ ড্রোন এবং কামিকাজি বা আত্মঘাতী হামলা বিমান তৈরি করেছে।
লন্ডনে কিংস কলেজের সামরিক গবেষক রব লি বিবিসির রুশ বিভাগকে বলেছেন এর আগে নাগোর্নো-কারাবাখ এলাকার দখল নিয়ে যে যুদ্ধগুলো হয়েছে তার সাথে এবারের যুদ্ধের প্রধান তফাৎ হলো এবারের লড়াই বোমা হামলা চালাতে সক্ষম ড্রোনের ব্যবহার। এধরনের ড্রোন ব্যবহারের কারণে এবারের লড়াই এতটা তীব্র মাত্রা ধারণ করেছে বলে তিনি বলছেন।
ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোন গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১০ অক্টোবর) গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।
শেখ হাসিনা সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোন অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়।
তিনি বলেন, ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্যখাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারো দাবীর প্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করেছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে সরকারের পতন চায়।
তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে, সরকার এবিষয়ে সজাগ রয়েছে। যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করার কাজ চলছে।
তিনি বলেন, আন্দোলনের নামে যে কোন ধরনের অস্থিরতা ও ষড়যন্ত্র সৃষ্টির অপপ্রয়াস জনস্বার্থে সরকার কঠোর হস্তে দমন করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের কোন পর্যায়েই সন্ত্রাসী, ধর্ষক ও মাদকসেবীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম দখল করা সিরিয়ার গোলান মালভূমি ছেড়ে যেতে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে ন্যাম এক বিবৃতিতে ইসরাইলের প্রতি ওই আহ্বান জানায়।
শুক্রবার (৯ অক্টোবর) ন্যামভুক্ত দেশগুলো অনলাইন কনফারেন্সের পর একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে: ইসরাইলকে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে চলতে হবে এবং অধিকৃত গোলান মালভূমি ছেড়ে যেতে হবে।
১৯৬৭ সালে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির এক হাজার ২০০ বর্গকিলোমিটারের মতো ভূমি দখল করে নিয়েছে। বিশ্বের কোনো দেশ ওই ভূমিকে ইসরাইলের বলে স্বীকৃতি দেয়নি। নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ওই ভূমিকে ইসরাইল ‘অধিকৃত’ বলে অভিহিত করে এসেছে।