Home Blog Page 4540

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২

0

জেলার বোরহানউদ্দিন উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সফিকুল ইসলাম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের লাল মিয়া ঢালীর ছেলে এবং মো. নাগর মাল একই উপজেলার চরলক্ষী গ্রামের হাবু উল্লাহ মালের ছেলে।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর সাথে সফিকুল ইসলামের পরিচয় ছিল। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রীকে তার বাড়ি থেকে বিয়ের আশ্বাস দেখিয়ে সফিকুল ইসলাম ও নাগর মাল অপহরণ করে নিয়ে আসে। তারা স্কুলছাত্রীকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা গ্রামের সবুজ হাজীর সুপারির বাগানের উত্তর পাশের পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সরকারি আবাসন প্রকল্পের সামনে ফেলে রেখে সফিক ও নাগর পালিয়ে যায়।

খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছে জানিয়ে তিনি আরও বলেন, আদলতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: ইউএনবি

কারো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার ভারতের নেই: শ্রীলঙ্কা

0

শ্রীলঙ্কার এক মন্ত্রী ভারতের তীব্র সমালোচনা করে বলেছেন যে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার ভারতের নেই।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তামিল সংখ্যালঘুদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে কলম্বোর প্রতি ভারত আহ্বান জানানোর প্রেক্ষাপটে মন্ত্রী এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ১৯৮৭ সালের চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ বন্ধ করতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিরস্ত্র করা হবে বলে ভারত যে অঙ্গীকার করেছিলো সেটা সে নিজেই ভঙ্গ করেছে।

গত মাসে ভারতের প্রধানমন্ত্রী তার লঙ্কান প্রতিপক্ষ মাহিন্দা রাজাপাকসার প্রতি তামিল সংখ্যালঘু অঞ্চলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি-সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান। মূলত এরই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পার্লামেন্টে প্রাদেশিক কাউন্সিল বিষয়ক মন্ত্রী সরথ বিরাসেকারা বলেন, রাজাপাকসা গত বছর ভারতের কাশ্মীর অঞ্চলের রাষ্ট্র মর্যাদা বাতিল নিয়ে চুপ ছিলেন। কারণ সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। অথচ মোদি তামিলদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে বলছেন কারণ শ্রীলঙ্কার সঙ্গে আগের চুক্তিতে ভারত পক্ষ ছিলো।

বিরাসেকারা বলেন, ভারত-লঙ্কা চুক্তি নিয়ে আমার আপত্তি আছে। চুক্তি অনুযায়ী ভারত কি তার দায়িত্ব পালন করেছে? যুদ্ধ বন্ধ ও বাস্তচ্যুত লোকজনের পুনর্বাসনের জন্য বিদ্রোহীদের নিরস্ত্রীকরণ করতে ভারত অঙ্গীকার করেও তা ভঙ্গ করেছে।

আর সে কারণেই এই চুক্তির বৈধতা নিয়ে গুরুতর উদ্বেগ রয়ে গেছে। সেটা যদি বৈধ না হয় তাহলে আমিও মনে করি যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোন নৈতিক অধিকার ভারতের নেই।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও এপি

আম কূটনীতি: পাকিস্তানের আম খেয়ে প্রিন্স চার্লসের মন্তব্য ‘খুবই মজাদার’

0

ব্রিটেনের রাজ পরিবারকে আম উপহার পাঠানোর জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে ধন্যবাদ দিয়েছেন প্রিন্স চার্লস।

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী চার্লস প্রেসিডেন্ট আলভিকে লেখা এক পত্রে বলেন, তিনি ও তার স্ত্রী ক্যামিলা পার্কার এই চমৎকার উপহার পাঠানোর জন্য পাকিস্তানের প্রশংসা করছেন। চার্লস তার পত্রে পাকিস্তানের আমকে ‘খুবই মজাদার’ বলে উল্লেখ করেন।

আম কূটনীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট আলভি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য আম পাঠিয়েছেন।

এক টুইটে আলভি বলেন, এ বছর যে আম কূটনীতি পরিচলিত হয়েছে তাতে সরকার ও রাষ্ট্রপ্রধান এবং রাজা ও রাজপুত্ররা পাকিস্তান সম্পর্কে আরো বেশি জানতে পেরেছেন। ‘কৌশলগত অর্থনৈতিক হাব’ হিসেবে পাকিস্তানের নমনীয় ভাবমূর্তি উন্নত হয়েছে।

বিশ্বের কাছে পাকিস্তানের অন্যতম সেরা একটি পণ্যকে তুলে ধরতে এই উদ্যোগ নেয়া। পাকিস্তানের ফল বিদেশে রফাতানি বাড়ানোও এর উদ্দেশ্য। বিশেষ করে পাকিস্তানের আম মান ও স্বাদের দিক দিয়ে বিশ্ব-স্বীকৃত।

আম পাকিস্তানের অন্যতম রফতানি ফল এবং এটা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখে। চলতি বছরের আগস্ট পর্যন্ত আম রফতানি করে পাকিস্তান ৭২ মিলিয়ন ডলার আয় করেছে।

সূত্র: জিভিএস

মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে ‘স্মল আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম’ পাচ্ছে বাংলাদেশ

0

সব পরিবেশের উপযুক্ত (এই) ওয়াসপ স্মল আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম (এইইএএস)-‘এরোভাইরনমেন্ট আরকিউ-১২বি’ মোতায়েনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। ৮ অক্টোবর মার্কিন সেনাবাহিনীর ইস্যু করা এক নির্দেশনাসূত্রে এ তথ্য জানা গেছে।

গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি চালানো, টার্গেট খুঁজে বের করা ও রেকি করতে (আইএসটিএআর) কাজে লাগানোর জন্য অজ্ঞাত সংখ্যক এসইউএএস সম্পর্কে রিকোয়েস্ট ফর ইনফরমেশন (আরএফআই) আবেদন জানানো হলে এ বিষয়ে জানা যায়। এই চুক্তিতে রয়েছে হ্যান্ড-লঞ্চড এয়ার ভেহিকেল ও ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড (ইও/আইআর) পেলোড, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন (জিসিএস) ও খুচরা যন্ত্রাংশের একটি প্রাথমিক প্যাকেজ। এরোভাইরনমেন্ট-এর ওয়াসপ ‘এই’ সিস্টেমের বৈশিষ্ট্য হলো এতে দুটি এয়ার ভেহিকেল ও একটি জিসিএস থাকে।

আরএফআই’র জবাবে মার্কিন সেনাবাহিনী জানায় যে এই পর্যায়ে এ ধরনের আনুষ্ঠানিক আবেদনের প্রয়োজন নেই। আরএফআই-এ চুক্তির সম্ভাব্য মূল্য এবং সরবরাহের সম্ভাব্য সময়সীমা প্রকাশ করা হয়নি।

জেনিস ‘অল দ্য ওয়ার্ল্ডস এয়ারক্রাফট’-এর মতে: মনুষ্যবিহীন ওয়াসপ ‘এই’ হলো একটি মাইক্রে ইউএএস, যা সামুদ্রিক ও স্থলভাগে অভিযান পরিচালনার সুবিধা বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা হয়। এই এয়ার ভেহিকেল ০.৭৬ মিটার লম্বা, এর ডানার বিস্তার ১.০২ মিটার এবং একটি লো-অ্যাকুয়াস্টিক ইলেক্ট্রিক মটরে এটা চলে। এর পেলোডের মধ্যে রয়েছে একটি ম্যান্টিস আই২২ এই ইও/আইআর সেন্সর। গাইডেন্স ও নিয়ন্ত্রণ বৈশিষ্ঠ্যের মধ্যে রয়েছে অটোপাইলট সিস্টেম, যাতে ডিজিটাল ডেটা লিংক, অটোনমাস ফাংশনালিটি ও জিসিএস ব্যবহার অন্তর্ভুক্ত। পুমা ‘এই’, রাভিন বি ও ওয়াসপ-৩ ইউএভিতে জিসিএস ব্যবহার করা হয়।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও জেনিস

আজারি সেনাদের তুমুল লড়ায়ে এপর্যন্ত ৪ শতাধিক আর্মেনিয়ান সেনা নিহত

0

নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে সর্বশেষ আরো ২৮ জন আর্মেনিয়ান সেনা নিহত হয়েছে। এনিয়ে এপর্যন্ত ৪০৪ জন আর্মেনিয় সেনা নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে আজারবাইজানের দেয়া তথ্য মতে, ৩১ জনের মতো বেসামরিক লোক আর্মেনিয় হামলায় নিহত হয়েছেন। এসময় আরো ১৭১ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে তুমুল যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে দুই দেশের প্রতিনিধি প্রায় ১০ ঘন্টা আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবন্দীর পাশাপাশি নিহতদের লাশ বিনিময়ের জন্য মানবিক উদ্দেশ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে একমত হয়েছে দুই দেশ। তবে যুদ্ধ বিরতির এই সময়েই বিরতি লঙ্ঘন করার চেষ্টা করায় আর্মেনিয়াদের উপযুক্ত জবাব দিয়েছে আজারবাইজানের সেনারা।

সোমবার ইসরাইলের পার্লামেন্টে অনুমোদনের জন্য উঠছে তথাকথিত শান্তিচুক্তি

0

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে তথাকথিত শান্তিচুক্তির বিষয়টি অনুমোদনের জন্য আগামী সোমবার (১২ অক্টোবর) ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধর রাষ্ট্র ইসরাইলের পার্লামেন্টে উত্থাপন করা হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার অবৈধ দেশটির প্রধানমন্ত্রী বেনিঢামিন নেতানিয়াহু বলেন, ১২ অক্টোবর ইসরাইলী সংসদে (নেসেট) চুক্তিটি অনুমোদনের জন্য তোলা হবে।

নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক পুনরুদ্ধারের জন্য তিনি এই চুক্তির বিষয়টি মন্ত্রিপরিষদ এবং সংসদীয় অনুমোদন পেতে চান।

সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন গত ১৫ সেপ্টেম্বরে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধর রাষ্ট্র ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার এবং একটি বিস্তৃত নতুন সম্পর্ক জোরদার করতে ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষর করে। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতেই এই চুক্তিটি সম্পন্ন হয়।

রোজা রেখে মহামারির জন্য অর্থ সংগ্রহ; পদক দিলেন ব্রিটেনের রানি

0

ব্রিটেনের শতবর্ষী বাঙালি দবিরুল ইসলাম চৌধুরী। তিনি পবিত্র রমজান মাসে রোজা রেখে পায়ে হেঁটে করোনা ভাইরাস তহবিলের জন্য প্রায় সাড়ে চার লাখ পাউন্ড তুলেছেন। এ জন্য তাকে সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটেনের রানি।

পূর্ব লন্ডনের বো এলাকার বাসিন্দা দবিরুলকে অর্ডার অফ দ্যা ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদক দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই দুর্লভ সম্মান পেয়ে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। আমার অন্তরের অন্ত:স্থল থেকে সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

গত রমজান মাসের পুরোটা সময় দবিরুল ইসলাম চৌধুরী রোজা রেখে প্রতিদিন তার বাড়ির পেছনের ৮০ মিটার বাগানে পায়ে হেঁটে মোট ৯৭০ বার চক্কর দিয়েছেন।

তার উদ্দেশ ছিল বাংলাদেশ, ব্রিটেন এবং আরো কিছু দেশের করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করা।

ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন টম মুর তার বাড়ির বাগানে পায়ে হেঁটে স্বাস্থ্য-কর্মীদের জন্য যেভাবে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড তুলেছিলেন তা দেখে উৎসাহিত হয়েছিলেন দবিরুল।

তিনি জানান, সপ্তাহ দু’য়েক আগে রানির দফতর থেকে ওবিই পদক প্রাপ্তির চিঠি পেয়ে বেশ অবাক হয়েছিলেন।

শতবর্ষী এই বাঙালি বলেন, আমরা যখন কোন একটা ভালো কাজ করি তখন বিশেষ কিছু প্রাপ্তির কথা মাথায় রাখি না।

তার এই প্রচেষ্টার প্রশংসা করে বিরোধীদল লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টার্মার বলেছেন, আমাদের সবার কাছে প্রেরণার এক উৎস তিনি।

দবিরুলের ছেলে আতিক চৌধুরী বলেন, তার বাবার জন্মস্থান সিলেটের দিরাইয়ে। তিনি বাংলা ফিমেল অ্যাসোসিয়েশন নামে একটি চ্যারিটির সঙ্গে যুক্ত।

সূত্র: বিবিসি

ধর্ষণের দায়ভার ওলামায়ে কেরামের উপর চাপানোর ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: ডক্টর খালিদ

0

মাহবুবুল মান্নান


চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও জামেয়া আরাবিয়া জিরির মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাওলানা আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, তথাকথিত গুটিকয়েক নাস্তিক কতৃক দেশব্যাপী চলমান ধর্ষণের দায় ওলামায়ে কেরামদের উপর চাপানোর ষড়যন্ত্রে লিপ্ত। দেশের তৌহিদী জনতা এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসায় ইসলাহী মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডক্টর খালিদ হোসাইন আরো বলেন, ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ড দিতে হবে।এবং তা সরাসরি মিডিয়ায় প্রচার করলে ধর্ষণের ঘটনা কমে যাবে।

তিনি আর্ব বলেন, চরিত্র সংশোধনের জন্য হক্কানি ওলামায়ে কেরামদের সান্নিধ্যে আসতে হবে বেশি বেশি। আল্লামা আহমদ শফী রহ. ও মাওলানা শাহ তৈয়্যব রহ. আজীবন মানুষের চরিত্র সংশোধনে কাজ করে গেছেন।

ভারতে মুসলিমরা সবচেয়ে সুখে আছে বলে দাবি করল হিন্দুত্ববাদী আরএসএস প্রধান

0

বিশ্বে ভারতেই মুসলিমরা সবচেয়ে সুখে আছে বলে দাবি করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

তিনি বলেন, সারা বিশ্বের মধ্যে ভারতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ সব থেকে সুখে আছে।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

প্রতিনিয়ত ভারতে মুসলিমদের ওপর নির্যাতন হওয়া সত্বেও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান বলেন, কোথাও বলা নেই যে এদেশে থাকতে হলে হিন্দুদের শ্রেষ্ঠ বলে মেনে নিতে হবে। যখনই দেশের সংস্কৃতির ওপর আক্রমণ হয়েছে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। তা সে হিন্দু হোক বা মুসলমান। এটাই আমাদের দেশ।

তিনি দাবি করে বলেন, আপনারা পাকিস্তানে দেখুন। সেখানে সংখ্যালঘু হিন্দুদের একঘরে করে রাখা হয়েছে। কিন্তু ভারতে মুসলিমরা সুখে রয়েছে।

মার্কিন সেনা প্রত্যাহারে ভীত আফগানের ঘানি সরকার

0

কাতারে চলছে তালেবান ও মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের শান্তি আলোচনা। আলোচনার ভেতরকার খবর প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই গণমাধ্যমে কোনো পক্ষই কথা বলছে না। তবে রাকঢাক রেখেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা খবর প্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় সংবাদ মাধ্যমটি শুক্রবার (০৯ অক্টোবর) জানায়, ট্রাম্প খুব শিঘ্রই মার্কিন সেনা প্রত্যাহার করে নেবেন। এটিকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। যদিও আলোচনায় বসার শর্ত হিসেবে তালেবান আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে কথা বলেছিল। সে অনুযায়ী মার্কিন সরকার এবং তালেবানের সঙ্গে গত ফেব্রুয়ারির শেষের দিকে একটি চুক্তিও হয়েছে। এরই মধ্যে কিছু সেনা প্রত্যাহারও করা হয়েছে। তবে উল্লেখ যোগ্য সেনা এখনো আফগানিস্তানে উপস্থিত রয়েছে।

প্রশিক্ষণ, অস্ত্র আর যুদ্ধের ময়দানে সরাসরি মার্কিন ও ন্যাটো সেনাদের সহযোগিতা পেয়ে থাকে আফগান সেনারা। তাই মার্কিন সেনা প্রত্যাহার করা হলে আফগানিস্তানের বর্তমান সরকার নিরাপত্তাহীনতায় পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে প্রেসিডেন্টের দফতর। এই সঙ্গে এখনই মার্কিন সেনা প্রত্যাহার না করার দাবি করছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এ বছরের ক্রিসমাসের (২৫ ডিসেম্বর) আগেই আফগানিস্তান থেকে সর্বশেষ সেনাকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন। তালেবান এক টুইটে তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কাতারে এ বছরের শুরুর দিকে মার্কিন সরকার এবং তালেবানের মধ্যকার চুক্তির প্রতি সম্মান রেখে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা অবশ্যই ইতিবাচক। এতে করে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা সহজ হবে।

তিনি বলেন, তালেবান প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং চুক্তি মেনে চলতে বদ্ধপরিকর। তালেবান চুক্তি লঙ্ঘণ বা আংশিক লঙ্ঘণ থেকে বিরত থাকবে। একই সঙ্গে আগামীতে আমেরিকাসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করবে তালেবানে।

কিন্তু মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের শীর্ষ কূটনৈতিক আব্দুল্লাহ আব্দুল্লাহ যিনি কাতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি বলেন, এভাবে আফগানিস্তান থেকে হঠাৎ করে আমেরিকাসহ সব সেনা প্রত্যাহার করে নিলে নেতিবাচক প্রভাব পড়বে। গৃহযুদ্ধের মোড় ঘুরে গিয়ে তালেবানের হাতে গোটা দেশের নিয়ন্ত্রণ চলে যেতে পারে।