Home Blog Page 4542

উত্তাল আমেরিকা: সেন্ট জনস চার্চে আগুন, মাটির নিচে লুকালেন ট্রাম্প

0

মিনেসোটা অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো আমেরিকা।

শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা উপস্থিত হওয়ার পর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষায় তাকে হোয়াইট হাউসের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যাওয়া হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আন্দোলনকারীরা বিক্ষোভ করতে করতে হোয়াইট হাউসের দিকে এগোন, তখনই আমেরিকার সিক্রেট সার্ভিস এবং পার্ক পুলিশ তাদের মাঝপথেই আটকে দেয়ার চেষ্টা করেন। রাতে হোয়াইট হাউজের বাইরে মানুষের বিক্ষোভ আছড়ে পড়ে তা দেখে রীতিমতো ঘাবড়ে যান ডোনাল্ড ট্রাম্প ও তার সঙ্গীসাথীরা। অবস্থা বেগতিক দেখে মার্কিন প্রেসিডেন্টকে মাটির তলার আস্তানায় পাঠিয়ে দেয়া হয়। তবে মেলানিয়া ট্রাম্প এবং ব্যারন ট্রাম্পকেও তার সঙ্গে সেখানে পাঠানো হয়েছিল কিনা তা জানা যায়নি।

প্রায় ঘণ্টাখানেক মাটির তলায় ঘাপটি মেরে থাকতে হয় ডোনাল্ড ট্রাম্পকে। বাঙ্কার থেকে তাকে ওপরে তোলার পরেও নাকি বেশ আতঙ্কেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার প্রতিবাদে ঐতিহাসিক সেন্ট জনস চার্চে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউস থেকে তিনশ গজ দূরে অবস্থিত এই চার্চটি। ওয়াশিংটন ডিসির এক বৈশিষ্ট্যমণ্ডিত নির্মাণ সৌকর্য হিসেবে বিবেচনা করা হয় চার্চটিকে।

রোববার রাতে ওয়াশিংটন ডিসিরি লাফায়েট স্কয়ার থেকে এক হাজারের বেশি বিক্ষোভকারী মিছিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের সামনে জড়ো হন। সন্ধ্যা নামার পর তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা আমেরিকান পতাকা ও বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন। এসময় তাদের থামানোর চেষ্টা করে পুলিশ। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় হোয়াইট হাউস এলাকা।

সংঘর্ষের একপর্যায়ে হোয়াইট হাউজের পাশেই ঐতিহাসিক সেন্ট জনস চার্চে কয়েক দফা আগুন ধরিয়ে দেয়া হয়। চার্চে আগুন ধরিয়ে দেয়ার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাতে পৌঁছাতে পারে সেজন্যে পুলিশ টিয়ারগ্যাস মেরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

এরপর বিক্ষোভকারীরা আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের অফিসে হামলা করেন। অফিসের জানালা-দরজার কাচ ভেঙে ফেলা হয় এবং ভেতরের লবিতে আগুন ধরিয়ে দেয়া হয়।

এছাড়া ওয়াশিংটন মনুমেন্টের সামনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

গত ২৫ মে শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। এরপর থেকে এ আন্দোলনের সূত্রপাত হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আন্দোলন তীব্র থেকে তীব্র হয়ে উঠে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে তৎক্ষণাই বরখাস্ত করা হয়। ফ্লয়েডের পরিবার জড়িত চার পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের দাবি জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন। ভিডিওতে নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। তিনি বারবার শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বলছিলেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’

তাজমহলে ভয়াবহ বজ্রপাত, ভেঙেছে রেলিং ও সিলিং দরজা

0

উত্তর ভারতের বেশিরভাগ অংশে বয়ে যাওয়া মারাত্মক বজ্রপাতে তাজমহল কমপ্লেক্সের মূল ফটক এবং পাঁচটি গম্বুজের সব থেকে উচুটির নিচে একটি রেলিং সহ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ে মূল কাঠামোর মার্বেল রেলিং এবং লাল বালি পাথরের রেলিং বেশ কিছুটা চটে গেছে। ফলস সিলিংও ভেঙে যায় ঝড়ের তাণ্ডবে।

রবিবার (৩১ মে) কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।

এমনকি তাজের একটি দরজাও ভেঙে গেছে। সঙ্গে প্রাঙ্গণের ১০টি গাছ উপড়ে যায় বলে জানিয়েছেন তাজমহল কমপ্লেক্সের সুপরিটেন্ডেন্ট বসন্ত কুমার স্বর্ণকার।

শুক্রবার রাতে ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে আগ্রায় মৃত্যু হয় কমপক্ষে তিনজনের।

দেশটির আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঝড়ের গতিবেগ ছিল ১২৪ কিলোমিটার। তার জেরে আগ্রার বিভিন্ন এলাকায় উপড়ে গেছে গাছ। ভেঙে পড়েছে দেওয়াল। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ টি বাড়ি। বাড়ির ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে ছ’বছরের এক বালিকার। এছাড়াও ফতেহবাদ টাউন একজন এবং দোকিতে একজন মারা গেছে।

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম ভারতের আগ্রার তাজমহল। শিল্প-ইতিহাস-সৌন্দর্য্যের টানে বিশ্বের পর্যটকদের পছন্দের শীর্ষে মোঘল সম্রাট শাহজাহানের এই অমর কীর্তি।

করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে মার্চের মাঝামাঝি থেকে ভারতের শীর্ষ পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু তাজমহল দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে।

এজেন্সি ফ্রান্স-প্রেসের প্রকাশিত ছবিতে দেখা গেছে যে, শুক্রবার রাতে ঝড়ের পরে উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরকে তছনছ করে দিয়েছে। শ্রমিকরা তাজমহলের মূল সমাধিটির রেলিংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে।

তাজমহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) কনজারভেশন অ্যাসিসট্যান্ট অঙ্কিত নামদেব জানান, ‘বৃষ্টি এবং ঝড়ের কারণে ঐতিহাসিক স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনার দিকে মূল স্তম্ভের পিছনে মার্বেল রেলিংয়ের একাংশ পড়ে গেছে। বেলেপাথরের একটি রেলিং পড়ে গেছে মেঝেতে। তাজমহল চত্বরের প্রায় ১০ টি গাছও উপড়ে গিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সারাইয়ের কাজ হবে।’

এসএসসি পরীক্ষায় ফেল করায় হবিগঞ্জে ছাত্রীর আত্মহত্যা

0

হবিগঞ্জের লাখাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফেল করায় মণি আক্তার (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

রবিবার (৩১ মে) বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মণি আক্তার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। সে মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ নেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফল দেখার পর সে ফেল করায় রাগে ও অপমানে পরিবারের সকলের অগোচরে বিষপান করে চটপট করতে থাকে। বিষয়টি পরিবারের লোকজন আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মণিকে মৃত ঘোষণা করেন।

এসএসসিতে পাস না করায় সিরাজগঞ্জে ছাত্রীর আত্মহত্যা

0

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় হওয়ায় পাশ না করায় মাফিয়া খাতুন (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

৩১ মে সকালে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ের পুঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাফিয়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের ময়নাল হোসেনের মেয়ে ও ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন।

নিহতের পিতা ময়নাল হোসেন জানান, রবিবার সকালে রেজাল্ট পাওয়ার পর মাহিয়ার মন খুব খারাপ হয়। অকৃতকার্য হওয়ায় ঘরের আড়ার সাথে ওরনা পেচিয়ে তিনি আত্মহত্যা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

0

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন।

রোববার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

এর আগে গত শনিবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে তার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এসএসসি পরীক্ষায় ফেল করায় গাজীপুরে ছাত্রীর আত্মহত্যা

0

এসএসসি পরীক্ষায় ফেল করায় গাজীপুরে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার বেলা ১২টার দিকে তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

নিহত মানছুরা (১৬) সৌদি প্রবাসী হান্নান মিয়ার মেয়ে। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামে।

স্বজনদের উদ্ধৃত করে শ্রীপুর থানার এসআই মো. আলাউদ্দিন জানান, মানছুরা ২০২০ সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিষয়ে লতিফপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেন। রোববার ফল প্রকাশ হয়, তাতে সে ফেল করে।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পরই খালি ঘরে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ সময় তার মা মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন। মা বাড়িতে ফিরে ঘরে লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতলহাল প্রতিবেদন করে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জানান তিনি।

এসএসসিতে ফেল করায় লালমনিরহাটে ছাত্রীর আত্মহত্যা

0

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার (১৬) নামের এক ছাত্রী বিষ পানে আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইজু আক্তার ওই এলাকার জেল হকের মেয়ে ও পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, আজ সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই ফলাফলে লাইজু আক্তার ফেল করায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিপিএ-৫ না পাওয়ায় শরীয়তপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

0

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জিপিএ-৫ না পাওয়ায় মুনতাসিমা রহমান বর্ষা (১৭) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার দুপুর ১২টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।

বর্ষা ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। আজ প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সে ৪.৫০ পেয়েছে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা সাহেব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, ‘বর্ষা গোসাইরহাট ইউনিয়নের বটনা গ্রামের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মতিন সরকারের মেয়ে।’

নিরস্ত্র ও মানসিক প্রতিবন্ধী এক ফিলিস্তিনিকে শহীদ করেছে ইসরায়েলি বাহিনী

0

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


পূর্ব জেরোজালেমে নিরস্ত্র ও মানসিক প্রতিবন্ধী এক ফিলিস্তিনি যুবককে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী।

শনিবার (৩০ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

শহীদ যুবকের নাম আইয়াদ এলখালাক। সে পূর্ব জেরুজালেমের ওয়াদি জোজের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে যে সে মানসিক প্রতিবন্ধী ছিলো।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের ওল্ড সিটিতে সীমান্ত পুলিশ কর্মকর্তা ওই যুবকের হাতে একটি পিস্তল রয়েছে বলে সন্দেহ করার পর তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তবে ইস্রায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিরস্ত্র অবস্থায় পাওয়া এই ব্যক্তিকে ধাওয়া করার সময় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এ ব্যাপারে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ওই ব্যক্তির হাতে সন্দেহজনক একটি জিনিস ছিলো যা পিস্তলের মতো দেখাচ্ছিলো। তাকে থামার নির্দেশ দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ফিলিস্তিনের প্রতিরোধ দল ​​হামাস এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী আচরণ বলে অবিহিত করেছে ও এর তীব্র নিন্দা জানিয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, “এই ধরনের অপরাধগুলি সবসময় জনগণের বিপ্লবকে উজ্জীবিত করবে।”

উন্মুক্ত করা হলো আল-আকসা, তাকবির দিতে দিতে মুসুল্লিদের ভিতরে প্রবেশ

0

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


করোনাভাইরাস মহামারীজনিত কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পরে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদটি পুনরায় খোলে দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) ফজরের নামাজের সময় আল্লাহু আকবার বলে তাকবির দিতে দিতে মুসুল্লিরা আল-আকসা মসজিদে প্রবেশ করেন। খবর আনাদোলু এজেন্সি’র।

জর্দান পরিচালিত ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, পবিত্র এ স্থানটি এখন ইবাদতকারীদের জন্য উন্মুক্ত।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ মাসের শেষ দিকে মসজিদটি সকল ইবাদতকারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।